ফিরহাদ হাকিমের অপমান পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়েরই অপমান নয় কী ?/ সেখ ইবাদুল ইসলাম
সেখ ইবাদুল ইসলাম : ফিরহাদ হাকিম একজন সাধারণ মানের রাজনীতিবিদ । সুব্রত মুখোপাধ্যায় কিংবা সোমেন মিত্রের এক সময়কার ভাবশিষ্য ছিলেন ফিরহাদ হাকিম । অল্প বয়সেই বাবাকে হারিয়ে ছিলেন । মা মনিকা হাকিম এবং জেঠু বিশিষ্ট চিকিৎসক রহমান সাহেবের পরিচর্যায় নিজেকে সমাজে প্রতিষ্ঠা করেছেন । নিজে ধর্ম সেভাবে মানেন বলে মনে হয় না । তবে বিয়ে করেছেন ধর্মপ্রাণ মুসলিম পরিবারে । স্ত্রী ইসমাত পরহেজগার না হলেও ধর্ম মানেন এটা স্বীকার করতেই হবে । তা সত্ত্বে ফিরহাদ হাকিম কিংবা ববির ধর্মনিরপেক্ষ আদর্শ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না । সুব্রত মুখার্জি কিংবা…
আরও পড়ুন