আ.বা.মার সংখ্যলঘু অধিকার দিবস পালন
বিশেষ প্রতিনিধি : হুগলির শেওড়াফুলিতে 18.12.25 বৃহস্পতিবার আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করলো অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন।সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু আফজাল জিন্না। “সংখ্যালঘুদের দূরাবস্থা ও উত্তরণের পথ ” এই বিষয়ের উপর এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন সংগঠনের ও সমাজকর্মী মানুষজন উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।মৌলানা ইসাহক,বাওজুল হোসেন, আজিজুল হক, বন্ধুর হাত সংস্থার সর্পমিত্র অরিন্দম চক্রবর্তী মৌলানা আনোয়ার শাহ জামাতি ইসলাম হিন্দের হুগলি জেলার নাজিম সৈয়দ সাইফুল্লাহ সাহেব ইমাম সংগঠনের রফিকুল ইসলাম আরো অনেকে।বক্তাদের বক্তব্যে উঠে আসে, বর্তমান সময়ে সংখ্যালঘুদের রাবার স্ট্যাম্প রুপে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো।ও বি সি নিয়ে ছিনিমিনি…
আরও পড়ুন