বাংলার একজন সজ্জন পরোপকারী সমাজসেবী ভাল মানুষ চলে গেলেন!
সেখ ইবাদুল ইসলাম : সপ্তাহখানেক আগেও টেলিফোনে কথা হয়েছিল বললাম কেমন আছেন উনি বললেন চলে যাচ্ছে। দেখতে দেখতে ৯৪ বছর পেরিয়ে এলাম আর কদিনই বা বাঁচবো পারলে একদিন আসুন কথা বলব। মাসখানেক আগে উনার বাড়িতে গিয়েছিলাম ঘন্টা দুয়েক কথা বলেছিলাম অসুস্থ শরীর নিয়েও অনেক কথা বলেছিলেন। বলেছিলেন দেশের কথা সমাজের উন্নয়নের কথা সমাজ কিভাবে এগিয়ে যাবে তার কথা। মন্ত্রমুগ্ধের মত শুনেছিলাম প্রবীণ এই নাগরিকের কথা। ব্যক্তিগতভাবে আত্মার সম্পর্ক ছিল না অর্থাৎ রক্তের কোন সম্পর্ক ছিল না ,তবু যেন কোথায় উনাকে আমার অভিভাবক মনে হত? মেয়ের ভর্তি থেকে শুরু করে তাদের…
আরও পড়ুন