ধনিয়াখালি সুন্দরম ড্যান্স একাডেমীর মনোরম অনুষ্ঠান
শেখ সিরাজ:- ২৬ অক্টোবর রবিবার শুভ সন্ধ্যায় ধনিয়াখালীর সুন্দরম ড্যান্স একাডেমির উদ্যোগে ধনিয়াখালী মদনমোহন তলায় একটি মনোরম নৃত্যানুষ্ঠান হয়ে গেল। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সুন্দরম ড্যান্স একাডেমীর অধ্যক্ষ সুপর্ণা পন্ডিত। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বৈশাখী বসু সিংহ ও তৃজা সিংহ। উদ্বোধনী নিত্য পরিবেশন করেন সুপর্না পন্ডিত। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও টেলিফিল্ম পরিচালক নৌশাদ মল্লিক, বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের রিজিওনাল চেয়ারপার্সন সোমনাথ চক্রবর্তী, প্রদ্যুৎ দে, সঞ্জয় গুই এবং তরুণ ভট্টাচার্য। অনুষ্ঠানে নব দূর্গা ,চন্ডালিকা নৃত্যনাট্য প্রভৃতি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। নৃত্যে অংশগ্রহণ…
আরও পড়ুন