আন্তর্জাতিক কলকাতা 

শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয় একজন লেখক হিসাবেও অক্সফোর্ডে আমন্ত্রিত মমতা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের সফরে লন্ডন যাচ্ছেন আগামী একুশে মার্চ দুবাই হয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে আমন্ত্রণ করেছে। শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নাম তিনি একজন লেখক এবং কবি হিসাবে এই মঞ্চে আমন্ত্রিত হয়েছেন। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় তিনি সামাজিক উন্নয়ন শিশু ও নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনায় বক্তব্য রাখবেন। আগামী ২৭শে মার্চ তিনি এই ভাষণ দেবেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মূল আলোচনা ছাড়াও বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে রাজনীতি থেকে বাংলার সাহিত্য ও সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পড়ুয়াদের সামনে বক্তৃতা করার জন্য তাঁকেই কেন আমন্ত্রণ জানানো হয়েছে? আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা। শুধু তাই নয়, তিনি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা থেকে গ্রামীণ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বাধীন সরকার প্রান্তিক অঞ্চলের মানুষ ও মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশেষ বিশেষ সামাজিক কর্মসূচি নিয়েছে। তাঁর নেতৃত্বাধীন প্রশাসন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করছে।

Advertisement

আমন্ত্রণের কারণ শুধু মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বা প্রশাসনিক দক্ষতা নয়। তাঁর অন্যতম পরিচয় তিনি কবি ও প্রাবন্ধিক। ইতিমধ্যেই তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। আমন্ত্রণকারীদের মতে, মমতার লেখায় সমাজ সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যায়। বলা হয়েছে, বাংলায় মুখ্যমন্ত্রী বাঙালি সংস্কৃতির প্রসার ঘটিয়েছেন। এমনকি, নতুন প্রজন্মকেও বাংলা ও বাঙালির সংস্কৃতির প্রতি উৎসাহ জুগিয়েছেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ