Mamata Banerjee vs Amit Shah : বি.আর আম্বেদকরকে অপমান! ক্ষোভ উগরে দিলেন মমতা, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ তৃণমূলের!
বিশেষ প্রতিনিধি: রাজ্যসভায় বিআর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তার কড়া নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, অমিত শাহর মুখোশ খুলে গেছে। আম্বেদকর নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত অপমানজনক। এই ইস্যুতে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে তৃণমূল বলে জানিয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।
সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলছিল। সেই সময়ই অমিত শাহ বিরোধীদের খোঁচা দিতে গিয়ে মন্তব্য করেন, ”এখন একটা ফ্যাশন হয়েছে বারবার আম্বেদকর আম্বেদকর নাম নেওয়া। কিন্তু আম্বেদকরের প্রতি আপনাদের কী অনুভূতি? এতবার ভগবানের নাম নিলে স্বর্গবাস হয়ে যেত।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরই হই হট্টগোল শুরু হয় রাজ্যসভায়। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলা হয়। পাশাপাশি বুধবার সংসদের দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব আনা হয়।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর মন্তব্যের নিন্দা করে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর স্পষ্ট কথা, সংবিধানের ৭৫ বছর পূর্তিতে বাবা সাহেব আম্বেদকর নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা অপমানজনক। অমিত শাহ আপত্তিকর মন্তব্য করেছেন তাও আবার গণতন্ত্রের মন্দিরের মধ্যে বসেই। তাঁর এই মন্তব্য শুধু আম্বেদকরকেই নয়, তাঁকে যাঁরা মেনে চলেন, তাঁর ভাবধারায় যাঁরা চালিত হন, তাঁদেরকেও অপমান করেছে।
বিজেপি যে জাতপাত নিয়ে রাজনীতি করে সেই অভিযোগ আগে থেকেই করে এসেছে তৃণমূল। আম্বেদকর নিয়ে অমিত শাহর মন্তব্য শোনার পর সেই একই কথা আবারও বললেন মমতা। তাঁর কথায়, ”এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিজেপির দলিত বিরোধী মানসিকতা। ২৪০ আসন পেয়েই যদি এই আচরণ হয়, তাহলে ৪০০ আসনের স্বপ্ন পূরণ হলে কী অবস্থা হবে সেটা ভাবা উচিত। তবে এঁদের থেকে আর কী আশা করা যায় যারা হিংসা এবং বিভেদকেই আপন করে নিয়ে চলে।”
অমিত শাহর মন্তব্যের বিরোধিতায় বুধবার সংসদের বাইরে কংগ্রেস সাংসদরা আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান। ‘জয় ভীম’ স্লোগানও তোলা হয়। ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে অমিত শাহর পদত্যাগের দাবিও তোলা হয়েছে। যদিও বিজেপির বক্তব্য, কংগ্রেস সহ বিরোধীরা সস্তার রাজনীতি করছে। অমিত শাহর মন্তব্য শুনে স্পষ্টত বোঝা যায় তিনি আম্বেদকরকে সম্মান জানিয়েই কথা বলেছেন। কোনও রকম অপমান করেননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি বিজেপির।