দেশ 

কর্নাটকে ‘অপারেশন পদ্ম’ কংগ্রেস সরকার ফেলতে বিধায়ক কিছু ৫০ কোটি টাকার প্রলোভন অভিযোগ মুখ্যমন্ত্রীর!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কর্নাটকে কংগ্রেস সরকারকে ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। আর বিধায়ক পিছু ৫০ কোটি টাকার প্রলোভন দেওয়া হয়েছে বলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অভিযোগ। আজ শনিবার ইন্ডিয়া টুডে তে সাক্ষাৎকার দিতে গিয়ে এই অভিযোগ করেছেন কর্নাটকের বর্ষিয়ান কংগ্রেস নেতা।

তিনি বলেন, ‘‘কর্নাটকে বার ‘অপারেশন পদ্ম’ শুরু হয়েছে। আমাদের দলের কয়েক জন বিধায়কের কাছে দল বদলের জন্য বিজেপির তরফে ৫০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব এসেছে।’’

Advertisement

সিদ্দারামাইয়া ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই মন্তব্যের পর জানিয়েছেন, অতীতেও বিধায়ক কেনাবেচা করে কর্নাটকে ক্ষমতা দখলের নজির রয়েছে বিজেপির। প্রসঙ্গত, গত অক্টোবরে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার দাবি করেছিলেন, সরকার ফেলতে বিজেপির ষড়যন্ত্রের ব্যাপারে তিনি এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ওয়াকিবহাল। এর পরেই কংগ্রেসের প্রথম বারের বিধায়ক রবিকুমার গৌড়া দাবি করেন, শাসক দলের বিধায়কদের একাংশের সঙ্গে যোগাযোগ করে ৫০ কোটি টাকা আর মন্ত্রিত্বের ‘টোপ’ দেওয়া হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ