গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন আন্তর্জাতিক আদালতে
বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেতানিয়াহু গ্রেফতারীর দাবি জানানো হয়েছে আন্তর্জাতিক আদালতে। একই সঙ্গে অবশ্য হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকেও গ্রেফতার করার জন্য আন্তর্জাতিক আদালতে আবেদন জানানো হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে মূল অভিযোগ হল সেনা নামিয়ে সাধারণ ফিলিস্তিনি জনতাকে নির্বিচারে খুন করছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ সংক্রান্ত কৌঁসুলি করিম খান গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং তার প্রতিক্রিয়া তেল আভিভের ধারাবাহিক হিংসায় প্রায় ৩৭ হাজার মানুষের ধারাবাহিকতায় গাজ়ায় হিংসায় প্রায় ৩৭ হাজার প্রাণহানির জন্য নেতানিয়াহু এবং সিনওয়ারকে দায়ী করেছেন। অবিলম্বে তাঁদের গ্রেফতারির দাবিও জানিয়েছেন। প্রতিক্রিয়ায় সোমবার করিমের কড়া সমালোচনা করেছেন নেতানিয়াহু।
ইসরায়েল-হামাস সংঘাতে আমজতার মৃত্যুর জন্য ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের দুই নেতা— সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি (যিনি মোহাম্মদ দেইফ নামে বেশি পরিচিত) এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ারও ‘বড় ভূমিকা’ রয়েছে বলে করিমের দাবি। তবে সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘ওই রক্তপাতের মূল দায় অবশ্যই নেতানিয়াহু এবং সিনওয়ারের।’’