Bengal Weather Update: মঙ্গল থেকে শনি ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরেও চলবে বৃষ্টি!
বাংলার জনরব ডেস্ক : গতকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যে বৃষ্টি শুরু হয়েছিল তা সারা সপ্তাহ ধরে অব্যাহত থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আজ মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে না ভিজলেও আগামী শুক্রবার এবং শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের সব জেলাতেও মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের উপর ঘূর্ণাবর্তের অক্ষরেখা রয়েছে। তার পাশাপাশি বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই নিম্নচাপের শক্তি বৃদ্ধি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সে দিকে নজর রয়েছে আলিপুরের।