গাজা ইসরাইল সংঘর্ষে ভারত অস্ত্র পাঠাচ্ছে ইসরাইলকে, বন্ধু রাষ্ট্র স্পেন জাহাজ আটকে দেওয়ায় প্রকাশ গোপন তথ্য!
বিশেষ প্রতিনিধি : ইসরাইলের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষার সংক্রান্ত জিনিসপত্র ভারত সরকার কিনে থাকে। কিন্তু সম্প্রতি ফিলিস্তিনি জনগণের উপর যে আগ্রাসন ইসরাইল চালাচ্ছে তাতে অস্ত্র সরবরাহ করছে ভারত বলে অভিযোগ উঠেছে। আর এটা করা হচ্ছে গোপনে কিন্তু একটি ঘটনা সামনে আসার পরেই বিষয়টি সকলের নজরে এসেছে। ভূমধ্যসাগরে স্পেনের বন্দরের কাছে এই জাহাজটিকে আটকে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাহাজটিকে আটকে দিয়েছে স্পেন সরকার।
ঘটনার বিবরণে জানা গেছে,ডেনমার্কের পতাকাবাহী একটি জাহাজ ভূমধ্যসাগরের উপর দিয়ে ইজ়রায়েলের দিকে যাচ্ছিল। জাহাজটি ভারতের চেন্নাই বন্দর থেকে রওনা দিয়েছিল। উল্লেখ্য, ভারত থেকে অস্ত্র এবং বিস্ফোরক পদার্থ পরিবহণকারী অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চেন্নাই। স্পেনের কাছে পৌঁছে ওই জাহাজের নাবিকেরা ভূমধ্যসাগর সংলগ্ন স্পেনীয় উপকূলে জাহাজটি নোঙর করতে চেয়েছিলেন। পরিকল্পনা ছিল, স্পেনে কিছু দিন বিশ্রাম নিয়ে, নতুন করে জ্বালানি ভরে আবার রওনা দেওয়ার।স্পেন তাতেই ‘না’ করে দিয়েছে। তাদের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো বলেছেন, ‘‘আমরা এই প্রথম কোনও বিদেশি জাহাজকে ‘না’ বলেছি। কারণ, এই জাহাজে বিপুল পরিমাণ অস্ত্র আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি যে অস্ত্রগুলি ইজ়রায়েলে পাঠানো হচ্ছে।’’
বুয়েনো জানিয়েছেন, গত ২১ মে জাহাজটি স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল। তিনি আরও বলেন, ‘‘ভবিষ্যতে অন্য যে কোনও দেশের যে কোনও জাহাজকে একই কারণে আটকাবে স্পেন। এটাই আমাদের নীতি। কারণ, পশ্চিম এশিয়া শান্তি চায়, আর অস্ত্র চায় না।’’গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, ২৭ টন অস্ত্র ওই জাহাজে করে চেন্নাই থেকে ইজ়রায়েলে পাঠানো হচ্ছিল। তবে কি ভারত যুদ্ধের আবহে ইজ়রায়েলে অস্ত্র সরবরাহ করছে? তাতেই বাধা দিল নয়াদিল্লির বন্ধু স্পেন?
ভারতীয় বিদেশ মন্ত্রকের কোনও সূত্র এই অভিযোগ নিয়ে মুখ খুলতে চায়নি। তাদের বক্তব্য একটাই, কোনও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়নি ভূমধ্যসাগরে। এ বিষয়ে ইজ়রায়েলেরও কোনও প্রতিক্রিয়া মেলেনি।পশ্চিম এশিয়ার যুদ্ধে স্পেনের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথম থেকেই গাজ়ায় ইজ়রায়েলের যাবতীয় হামলার বিরোধিতা করে এসেছে স্পেন। পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের দাবি জানিয়েছে তারা।
যুদ্ধের শুরুতেই ইজ়রায়েলে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছিল স্পেন। সেই সঙ্গে প্যালেস্টাইনের স্বীকৃতি দেওয়ার কথাও তারা বলেছে বার বার। অর্থাৎ, প্রথম থেকেই স্পেন ইজ়রায়েলিদের বিরুদ্ধে।পশ্চিম এশিয়ার দ্বন্দ্বে ভারত বরাবর নিরপেক্ষ অবস্থানে থাকলেও ইজ়রায়েলের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ইজ়রায়েলের থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারতই। সেই সূত্রেই ভারত থেকে অস্ত্রশস্ত্রের উপাদান ইজ়রায়েলে যাচ্ছিল কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে।অন্য একটি সূত্রে অভিযোগ, ভারত ‘গোপনে’অস্ত্র সরবরাহ করতে চাইছে ইজ়রায়েলে। কারণ, ভারত থেকে ইজ়রায়েলে যাওয়ার সহজ পথ না নিয়ে ঘুরপথে জাহাজ পাঠানো হয়েছে। লোহিত সাগরীয় অঞ্চল দিয়েই সমুদ্রপথে ইজ়রায়েলে যাওয়া হয়ে থাকে। কিন্তু চেন্নাই থেকে রওনা দিয়ে জাহাজটি সেই পথ নেয়নি বলে দাবি। কেন ঘুরপথে ভূমধ্যসাগর দিয়ে ইজ়রায়েলে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছিল, উঠেছে সেই প্রশ্নও।
একইসঙ্গে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কয়েকদিন আগে শের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন গত রমজান মাসে যাতে গাজায় সাধারণ নাগরিকের উপরে ইসরাইল বোমা বর্ষণ না করে তার জন্য তৎপরতা দেখিয়েছিল ভারত সরকার। তিনি ওই সাক্ষাৎকারে আরো বলেছিলেন মুসলিম দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য ভারত সরকার চেষ্টা করে চলেছে। এবং মধ্যপ্রাচ্যের শান্তি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত সরকার কাজ করে চলেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইসরাইলের পাশের দেশগুলো যখন এই যুদ্ধ পরিস্থিতির জন্য দূরত্ব তৈরি করছে ইসরাইলের সঙ্গে ঠিক তখনই ভারত সরকারের বিরুদ্ধে অস্ত্র পাঠানোর অভিযোগ উঠল। শুধু অভিযোগ ওঠা নয় একইসঙ্গে সরকার স্পেন সরকার জাহাজ আটকে দিয়ে এটা প্রমাণ করল ভারত ভারত গোপনে ইসরাইলকে অস্ত্র পাঠাচ্ছে ।