জেলা 

স্মৃতি হয়ে থেকে গেলেন হাফেজ্জী /আজিজুল হক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্মৃতি হয়ে থেকে গেলেন হাফেজ্জী

———————————————

আজিজুল হক

।।।।।।।।।।।।।।

Advertisement

আল্লাহ্ ভোলা বান্দাদের, আল্লাহমুখী করার লক্ষ্যে আজীবন পথ হাঁটেন জয়নগর থানার কাকা পাড়ার বাসিন্দা হাফেজ আব্দুল ওদুদ(৬৭) সাহেব। কোরআনী আলোক দ্রুতিতে উদ্দীপ্ত করতে ছোট-বড় সবাইকে আপন করে কাছে টেনে নেওয়ার ছিল সহজ এত গুণাবলী । স্বীয় সংসার জীবনের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সময় না দিয়ে, সমাজদেহের মানুষ আর মানুষের কাটিয়েছেন।

দুনিয়া ছেড়ে পরজগতের পাড়ি দেওয়ার পূর্বক্ষণ পর্যন্ত থেকেছেন দ্বীনি দাওয়াতের কাজে। শনিবার ব্রেন স্ট্রোকে অসুস্থ হয়ে ভর্তি হন ডায়মন্ড হারবারে এক নার্সিংহোমে। আশঙ্কাজনক হওয়ায় ওই রাতে বাড়ির পথে ফিরিয়ে নিয়ে আসা হয়। পথিমধ্যে মাগরিবের পর আপন রবের ডাকে সাড়া দিয়ে পরজগতে পাড়ি জমান। রবিবার হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা নামায অনুষ্ঠিত হয়।

সমাজ গড়ার কাজে

।।।।।।।।।।।।।।।।।।।।

তিনি ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়ত এর এর সহ-সভাপতি। সেই সঙ্গে জয়নগর ব্লক জমিয়ত এর সম্পাদক এর দায়িত্বে। তাবলীগ জামাতের ছিলেন মুবাল্লিগ। এছাড়া বহু মাদ্রাসা ও মসজিদ এর সঙ্গে ছিলেন সম্পৃক্ত।

কর্মজীবনে জয়নগর থানার আলিপুর মাদ্রাসায় করেন শিক্ষকতা। অতঃপর চন্ডিপুর জামে মসজিদের দীর্ঘ বছর ইমামতি করার মধ্য দিয়ে দ্বীনহীন গ্রামটিকে মডেল করে তোলার কাজে আঞ্জাম দেন। পায়ে পথে হেঁটে গ্রামের ছোট-বড়দের যেমন মসজিদ মুখী করে তোলার ক্ষেত্রে বিশেষ কোশিষ করেছিলেন। সেই সঙ্গে ঘরে ঘরে আল -কোরআনের আলো প্রবেশ করে, ওই গ্রামের ছোট বড় বাচ্চাদেরকে দিতেন ইয়াসারনাল কুরআন ,আমপারা ও কোরআন পাঠ।

বাচ্চাদেরকে সহি কোরআন পড়ানোর ক্ষেত্রে বিশেষ নজর দিতেন। তাঁর সাহচর্যে বহু ছাত্র-ছাত্রী সহিহ কোরআন পাঠ করে জীবন ধন্য হন।

জীবনের শেষের দিকে ইমামতি ছেড়ে জমিয়ত ও দাওয়াতে তাবলীগের কাজে আঞ্জাম দেন।

বাংলার রেনেসাঁর প্রকাশিকা ও লাব্বাইক মিশনের প্রধান শিক্ষিকা হাজি সাহেবা সাবানা খাতুন মিস্ত্রি এক স্মৃতিচারণায় জানান, বলা যায় হাফেজ্জী আমার জীবনের চলার পথে উনি একজন মডেল বা গাইডার। গাইড করেছেন আমাদের চলা ও বলার। আদর্শিক জীবন যাপনে কীভাবে চলতে ফিরতে হবে সেই পাঠ দিয়েছিলেন আমাদের শৈশবে। শুধু তাই নয় ,কীভাবে নিখুঁতভাবে জীবন গড়তে হয় সেই পাঠও দিয়েছিলেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ