কলকাতা 

প্রিয়াঙ্কা সাউ যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত অবিলম্বে চাকরি দিন, এসএসসিকে নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এসএসসির উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় বেশি নম্বর পেয়ে পাশ করা সত্ত্বেও চাকরি পান বিষয়টি বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আসার পরেই প্রিয়াঙ্কা সাউ নামে চাকরিপ্রার্থীকে অবিলম্বে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শুক্রবার বিকেল ৫টায় প্রিয়ঙ্কা ও তাঁর আইনজীবীর সঙ্গে বৈঠক করতে হবে এসএসসিকে। চাকরি দেওয়ার ব্যাপারে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল বা চাকরি দেওয়া হল কি না, তা আগামী বৃহস্পতিবার আদালতকে জানাতে হবে। আদালত কক্ষে এসএসসির তরফে বলা হয় যে, ওই প্রার্থীকে মহিলা বিভাগে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। সেই পর্বে বাদ যান প্রিয়ঙ্কা। যোগ্য ও বেশি নম্বর পাওয়া সত্ত্বেও কেন চাকরি হয়নি, এই অভিযোগ জানিয়ে সরব হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগও শোনা হবে বলে আশ্বাস দিয়েছে আদালত।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ