জেলা 

মদিনা জামে মসজিদের ভিত্তি স্থাপন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার ১৮ মে হুগলির পূরশুড়া দেওয়ানপাড়ার পার্শ্বস্থ মুসলিম মহাল্লায় মদিনা জামে মসজিদ এর ভিত্তি স্থাপন করা হলো। ফুরফুরা শরীফের ভূমিপুত্র ও অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না সাহেব এর হাত দিয়ে ভিত্তি স্থাপনের সূচনা হয়।সমাজ কর্মি মহাঃ জাহির সাহেব ও আলহাজ্ব সেখ কসিমুদ্দিন সাহেব মৌলানা রফিকুল ইসলাম ও উদ্যোগক্তা সেখ ইয়াসিন সাহেব ও মসজিদ কমিটির সকল সদস্যগন ও অন্যান্য সম্মানিয় দিনদরদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহাল্লাবাসীর জন্য বক্তব্যে – আবু আফজাল জিন্না বলেন,মহাল্লাবাসী ছোট বড় সকলে মসজিদে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করবেন। সম্মানীয় ইমাম সাহেব এর নিকট তালিম গ্রহণ করতে হবে সকলকে। পাশাপাশি মসজিদ বায়তুল্লাহ আল্লাহ ঘর আন্তরিকভাবে সকলকে লক্ষ্য রাখতে হবে।আজ সূচনা হলো নয়া মসজিদের জন্য আর্থিক সাহায্য হালাল উপার্জনকারীর থেকে গ্রহন করতে হবে। আমি মনে করি মহাল্লাবাসী এখন থেকেই বাচ্চাদের প্রাথমিক দ্বিনি শিক্ষা অর্জন করার জন্য ইমাম সাহেব এর কাছে দৈনন্দিন পড়তে পাঠাবে। এবং মসজিদের গুরুত্ব নিয়ে কুরআন ও হাদীসপাকেরদৃষ্টিকোন থেকে বিস্তারিত আলোকপাত করেন।

Advertisement

একজন ইমাম সম্মানের সঙ্গে যাতে করে থাকতে পারে তার আর্থিক দিক টা লক্ষ্য রাখতে হবে।খাস দোয়ার মজলিসে, মাওলানা কারিমুল্লাহ সাহেব মহাল্লাবাসী ও সক্কলের জন্য দোয়া করে সমাপ্ত ঘোষণা করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ