কলকাতা 

প্রাথমিক শিক্ষক নিয়োগের অনিয়ম নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক, আগামী ২৭শে সেপ্টেম্বর শুনানির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।

গত ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি । প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠতে পারে।

Advertisement

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। তাঁকে জেরা করেছে ইডি। সেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হলফনামা চেয়েছিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ