কলকাতা 

মাধ্যমিক ২০২২ : চোখ বুলিয়ে নাও ● ইতিহাস, অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর শেষ মুহূর্তের টিপস

শেয়ার করুন

                  মাধ্যমিক ২০২২

               *চোখ বুলিয়ে নাও ● *ইতিহাস*

              সৌজন্যে : অভিজ্ঞ শিক্ষকমন্ডলী

           সহযোগিতায় : অনুসন্ধান,কলকাতা

                 উপস্থাপনাঃ বাংলার জনরব

    প্রথমেই বলি এই মুহুর্তে নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। তুমি যা পড়েছো তা দিয়ে অনায়াসেই ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। শুধু যা পড়েছো সেগুলিকে আরো একবার ভালো করে দেখে নাও।

বিভিন্ন মানের নির্বাচিত প্রশ্ন এবং উত্তর লেখার ক্ষেত্রে সময়গত ধারণা–

Advertisement

 

               সম্পাদনায় : দেবজিৎ মান্না

● *বহু বিকল্পভিত্তিক প্রশ্ন*

এই প্রশ্নগুলির ক্ষেত্রে পাঁচটি অধ্যায় থেকে চারটি করে মোট কুড়িটি প্রশ্ন আসবে। কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না। সুতরাং সব প্রশ্নের উত্তর করতে হবে। উত্তর দিতে হবে শব্দে। এর জন্য তুমি মোট সময় ব্যয় করতে পারো ১০ মিনিট।

● *অতি সংক্ষিপ্ত প্রশ্ন*

এই প্রশ্নগুলির ক্ষেত্রেও পাঁচটি অধ্যায় থেকে চারটি করে মোট কুড়িটি প্রশ্ন আসবে। উত্তর দিতে হবে ষোলোটি। উত্তর দিতে হবে পূর্ণ বাক্যে। এর জন্য তুমি মোট সময় ব্যয় করতে পারো ১৫ মিনিট। এক্ষেত্রে পাঁচটি পৃথক উপবিভাগ থাকবে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। যে পাঁচ ধরনের প্রশ্ন এই বিভাগে থাকবে, সেগুলি হল-

¤ একটি বাক্যে উত্তর দাও :

¤ ঠিক ভুল নির্ণয় করো :

¤ বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও :

¤ মানচিত্র :

¤ বিবৃতি ও ব্যাখ্যা :

● *সংক্ষিপ্ত প্রশ্ন ( মান ২)*

এই বিভাগে পাঁচটি অধ্যায় থেকে মোট ষোলোটি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে এগারোটি প্রশ্নের।

প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য ৩ মিনিট করে মোট ৩৩-৩৫ মিনিট সময় ব্যয় করতে পারো। এক্ষেত্রে যে তিনটি অধ্যায়ের উপর গুরুত্ব দিতে হবে সেগুলি হল –

¤ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

¤ সংঘবদ্ধতার গোড়ার কথা

¤ বিকল্প চিন্তা ও উদ্যোগ

এই তিনটে অধ্যায় ঠিকভাবে দেখে গেলেই তুমি বারোটি প্রশ্ন কমন পেতে পারো। যার মধ্যে তোমায় এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে।

● *বিশ্লেষণধর্মী প্রশ্ন (মান ৪)*

এই বিভাগের মোট আটটি প্রশ্নের মধ্যে ছ’টি প্রশ্নের সাত-আটটি বাক্যে উত্তর দিতে হবে। সুতরাং অতিরিক্ত বড় করে লেখার কথা চিন্তা করবে না। প্রতিটি উত্তর লেখার জন্য তুমি সময় ব্যয় করতে পারো ১৫ মিনিট। এক্ষেত্রেও পূর্বে উল্লেখিত তিনটি অধ্যায় ভালোভাবে দেখে গেলে ছ’টি প্রশ্ন কমন পাওয়া সম্ভব।

● *ব্যাখ্যামূলক প্রশ্ন (মান ৮)*

এই বিভাগে মোট তিনটি প্রশ্ন আসবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও পূর্বে উল্লেখিত তিনটি অধ্যায় ভালোভাবে দেখে গেলে দু’টি প্রশ্ন কমন পাওয়া সম্ভব। যার মধ্যে তোমাকে যে কোন একটি প্রশ্ন লিখতে হবে। এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তুমি ২৫ মিনিট সময় ব্যয় করতে পারো।

● সুতরাং

¤ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

¤ সংঘবদ্ধতার গোড়ার কথা

¤ বিকল্প চিন্তা ও উদ্যোগ

এই তিনটে অধ্যায় ঠিকভাবে দেখে গেলে সব বড় প্রশ্নের উত্তর লিখে আসা সম্ভব।

● ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য নিম্নলিখিত টপিক গুলি দেখতে পারো :

¤ বঙ্গীয় নবজাগরণ

¤ ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহের প্রকৃতি

¤ রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা

¤ সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠী

¤ সমাজ ও ধর্ম সংস্কারে ব্রাহ্মসমাজ

¤ এছাড়াও তোমার জানা থাকলে নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও গুরুত্ব দেখে যেতে পারো। ( আগে থেকে তৈরি করা থাকলে)।

● প্রদত্ত মানচিত্রটি অবশ্যই খাতার মাঝখানে রেখে খাতা সেলাই করবে। কখনোই খাতার প্রথমে বা শেষে মানচিত্র রাখবে না।

পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সার্বিক সাফল্য কামনা করি।

□ সম্পাদনায় : দেবজিৎ মান্না □


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ