মোদির বঙ্গ সফরের মাঝেই ঝাড় গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ যোগ দিলেন তৃণমূলে অস্বস্তিতে গেরুয়া শিবির
বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদির বঙ্গ সফরের মাঝেই বিজেপি দলে ভাঙ্গন ধরে গেল। ঝারগ্রাম এর বিদায়ী সাংসদ কুনার হেমব্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে আজ রবিবার তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। কুনার হেমব্রম এর তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার ফলে ঝারগ্রাম লোকসভা আসনটি তৃণমূলের জয়ের পক্ষে অনেকটাই সহজ হয়ে গেল বলে রাজনৈতিক মহল মনে করছে।
সমগ্র দেশ জুড়ে ই বিজেপির পক্ষে এখন তেমন হাওয়া নেই এই অবস্থায় পশ্চিমবাংলার প্রতিটি আসন গুরুত্বপূর্ণ বিজেপির কাছে জেতা আসনটা হাতছাড়া হওয়ার কারণে বিজেপি অনেকটাই ব্যাক ফুটে চলে যাবে বলে রাজনৈতিক মহল মনে করছে

রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন কুনার।
গত লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসন দখল করে নিয়েছিল বিজেপি। তৃণমূল সেই আসন পুনরুদ্ধার করতে দলের অন্দরের দ্বন্দ্ব মেটানোর দিকে নজর দিয়েছে। এ নিয়ে আগে বৈঠকও হয়েছে। জনসভা থেকে অভিষেক কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে।
ঝাড়গ্রাম আসনে এ বার সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেনকে প্রার্থী করেছে তৃণমূল। জরুরি এবং দলের সকলের সমন্বয় রেখে কাজ করা উচিত, তা আগের বৈঠকে বার বার মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার কালীপদের সমর্থনে জনসভায় অভিষেক।