কলকাতা 

শুক্রবার সাতসকালে কলকাতার পাটুলিতে দুর্ঘটনা মৃত এক, আহত চার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সাতসকালে কলকাতার পাটুলির (Kolkata)রাস্তায় দুর্ঘটনা। মৃত্যু হল একজনের। আহত আরও ৪ জন। দক্ষিণ কলকাতা বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। তাতেই মৃত্যু হয় একজনের। আহত ৪ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন (Baghajatin) স্টেট জেনারেল হাসপাতালে। তদন্তে নেমেছে পাটুলি থানার (Patuli PS) পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাঘাযতীন ফ্লাইওভার (Baghajatin Flyover) দিয়ে গড়িয়ার (Garia) ঢালাই ব্রিজের দিকে যাওয়া গাড়িটির গতি অনেকটাই বেশি ছিল। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। চালক মদ্যপ ছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। সাতসকালে এ ধরনের দুর্ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। গড়িয়ার এই অঞ্চলটি এমনিতে যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে এখানে দুর্ঘটনার জেরে যানজট তৈরি হলে, ব্যাপক অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। পরে অবশ্য গড়িয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস ও গাড়িটিকে উদ্ধার করে। কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর পুলিশ সূত্রে।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ