কলকাতা 

বাংলার জনরবের খবরেই সিলমোহর মন্ত্রিসভায় আরো গুরুত্ব বাড়ল ফিরহাদ হাকিমের, চন্দ্রিমা পেলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্ব, এরপর গুরুত্ব বাড়বে অরূপ – পার্থের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল সোমবার বাংলার জনরব দাবি করেছিল মমতার মন্ত্রিসভায় ফিরহাদ – অরূপ – পার্থের গুরুত্ব বাড়ছে। এই খবরের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফিরহাদ কে পুর এবং নগরোন্নয়নের দায়িত্ত্ব দিলেন মমতা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্ব। ফিরহাদ হাকিমের হাতে পরিবহন ও আবাসন দপ্তরও থাকবে। ফলে ফিরহাদ হাকিম রাজ্য মন্ত্রী সভায় মমতার পর গুরুত্ব পেলেন।

উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূলের রাজ্যস্তরের সাংগঠনিক বৈঠক হওয়ার কথা। তার কয়েক ঘণ্টা আগে মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করা হয়। রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে জানান, ১৬৬ (৩) নম্বর ধারায় মন্ত্রিসভায় কিছু বদল আনা হয়েছে। মমতা, ফিরহাদ এবং চন্দ্রিমার দায়িত্বে ঠিক কী কী বদল আনা হয়েছে তা জানাতে এ সংক্রান্ত অর্ডারের একটি ছবিও জুড়ে দেন ধনখড়। যদিও নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার এই রদবদলের ব্যাপারে সোমবার বিকেলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

এদিকে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো বেশ কয়েক জন মন্ত্রীর দপ্তর রদবদল হবে বলে সূত্রের খবর।

https://twitter.com/jdhankhar1/status/1501084624008921090?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1501084624008921090%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fchandrima-bhattacharya-is-given-independent-charge-of-west-bengal-finance-department-firhad-hakim-returns-to-urban-development-and-municipal-affairs-department-dgtl%2Fcid%2F1332588


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ