আন্তর্জাতিক 

Russia Ukraine War: ভারতীয়দের দেশে ফেরার সুবিধা করে দিতে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইউক্রেনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফিরিয়ে আনার জন্য রাশিয়া যুদ্ধবিরতি ঘোযণা করেছে বলে জানিয়েছে সেই দেশের বিদেশ মন্ত্রক। আজ মঙ্গলবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ ফের যুদ্ধবিরতি ঘোযণা করল রাশিয়া। সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্যই এই সিদ্ধান্ত নিল রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রক একথা জানিয়েছে।

সুমি-সহ মোট পাঁচ শহরের ছাত্রদের সুরক্ষিত ভাবে দেশে ফেরানের সুবিধা করে দিতে রাজি হয়েছে। সুমি ছাড়া কিভ, খারকিভ, মারিউপোল এবং চেরনিগভ শহরের ছাত্রদেরও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ার জন্য এই যুদ্ধবিরতি ঘোযণা করা হয়েছে বলেও রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ