কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নজরুল জন্মোৎসব কমিটির পক্ষ থেকে রবীন্দ্র সদনের পাশে রানুচছায়া মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো নজরুল জয়ন্তী, চুরুলিয়াকে পর্যটনকেন্দ্র করার দাবি আবদুর রবের

শেয়ার করুন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস পালিত হল রবীন্দ্র সদনের পাশে রানুচছায়া মুক্ত মঞ্চে। ১৯৯৯ সাল থেকে ‘কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জন্য দূর্বার আন্দোলন গড়ে আজ “নজরুল ইসলামের নামে তখন দীর্ঘ ২৩ বছরের আন্দোলনের ফলে জয়যুক্ত আমাদের লড়াই কে জানাই শতকোটি সেলাম।

বিকেলে ৪টে থেকে এই অনুষ্ঠানের শুরু হয় পলাশ চৌধুরী গান দিয়ে। তারপর নব দিশারী,রক্তকরবী , সাবিত্রী পান্ডে,মহন্তী মিউজিকাল,খোলা জানালা, দীপশিখা, আনন্দম্,আত্মজন,লাবণ্যকরা কেন্দ্র,বানী সঙ্গীত চক্র,অনিরুদ্ধ ব্যানার্জী,শাকিল আহমেদ,করুন চক্রবর্তী,সঞ্চালনায়-অসীম চক্রবর্তী ও শিপ্রা সাধূখা।

Advertisement

এই মহতী অনুষ্ঠানে,সর্বশ্রী সভাপতি আব্দুর রব, সহ সভাপতি দেবব্রত দে, সম্পাদক দীপা দাস এবং অন্যান্য কবি ও গুনী জনেরা।

প্রায়। ৪০০ জন নজরুল অনুরাগী সমাবেশে রাত আটটা এই সার্বিক ভাবে এই অনুষ্ঠানটি চলে‌।নজরুল জন্মোৎসব কমিটির পক্ষে আব্দুর রব চুরুলিয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ