কলকাতা 

WB Governor: বিধানসভার বাজেট অধিবেশনের সূচনার দিন রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করতে হবে,নিশ্চিত করতে স্পিকারকে তলব ধনকড়ের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী কাল সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন । নিয়ম অনুসারে  রাজ্যপালের ভাষণের মাধ্যমেই অধিবেশন শুরু হবে । এবার রাজ্যপাল স্পীকারকে জানিয়ে দিয়েছেন তাঁর ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে , যাতে কোনোভাবে ‘ব্ল্যাক আউট’ না করা হয় তা নিশ্চিত করতে স্পিকারকে রাজভবনে ডাকলেন জগদীপ ধনকড়। চিঠি দিয়ে তিনি আজ রবিবার দুপুর ২টোর সময় রাজভবনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আসতে বলেছেন।

প্রসঙ্গত ২০২০ এবং ২০২১ সালে বাজেট অধিবেশন শুরুর আগে রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার ‘ব্ল্যাক আউট’ করার অভিযোগ ওঠে। স্পীকারকে রাজ্যপাল লিখেছেন,‘ আইনসভার কার্যবিধির পবিত্রতা এবং রাজ্যপালের অফিসের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আজ দুপুর ২টোয় রাজ্যপালের সঙ্গে বিধানসভার স্পিকারের একটি নির্ধারিত বৈঠক হবে। কারণ, আগে রাজ্যপালের ভাষণের ‘সরাসরি সম্প্রচার’ ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল।’

Advertisement

https://twitter.com/jdhankhar1/status/1500347276891361281?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1500347276891361281%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fto-ensure-live-coverage-of-his-address-during-budget-session-wb-gov-calls-meeting-with-speaker-dgtl%2Fcid%2F1332299

প্রসঙ্গত এর আগে বাজেট অধিবেশন শুরু সময় নিয়েও বিতর্ক ছড়ায়। টাইপোগ্রাফির ভুলে দুপুর ২টোর বদলে রাত ২টো হয়ে যায়। মুখ্যসচিব ও রাজ্যপালের বৈঠকের পর সেই বিতর্কের অবসান হয়েছে। বৈঠকে সোমবার বাজেট শুরু হবে দুপুর ২টো থেকে নিয়ম অনুযায়ী রাজ্যপাল অধিবেশনের শুরুতেই ভাষণ দেবেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ