কলকাতা 

ভোটের মুখে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী পালন করার সিদ্ধান্তে আশংকার দোলাচলে সংখ্যালঘুরা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী ১৩ ও ১৪ এপ্রিল রাজ্য জুড়ে রামনবমী পালন করবে বিশ্ব হিন্দু পরিষদ । লোকসভা ভোটের মুখে বিশ্ব হিন্দু পরিষদের এহেন কর্মসূচিতে বিপাকে পড়েছে প্রশাসন । গত বছর কলকাতা শহরেই রামনবমী উপলক্ষ্যে ৬০টি মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ৷

বিশ্বহিন্দু পরিষদের প্রকাশিত তালিকা থেকে জানা যাচ্ছে রাজ্যের যে সব জায়গাতে রামনবমীর শোভাযাত্রার মিছিল বেরোবে সেগুলি হল, ১৩ই এপ্রিল ২০১৯ -বিষ্ণুপুর, গড়বেতা৷ ১৪ এপ্রিল ২০১৯- হোগলাবাড়ি , ময়না, ক্যানিং-শিবাজী নগর, কেন্দ্রগড়িয়া খয়রাশোল বীরভূম, চন্দ্রকোনা রোড এবং দক্ষিণ কলকাতা-পেয়ারা বাগান থেকে হরিনাভি৷

Advertisement

এছাড়াও রাজ্যে আরও অন্যান্য জায়গা সহ কলকাতার বেশ কয়েকটি জায়গাতে রামনবমীর মিছিল বের করা হবে বিশ্বহিন্দুর পরিষদের তরফে৷ ১৩ এবং ১৪ এপ্রিলের আগেই আরও বেশ কিছু জায়গার নাম প্রকাশ করার কথা জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি৷

শেষ কয়েক বছরে রামনবমীতে অস্ত্রমিছিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ ২০১৮ সালে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে নাচানাচি করার জন্য বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ৷ অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্য সহ সারা দেশে নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়াতে এবছর অনেক জায়গাতেই রামনবমীর শোভাযাত্রার অনুমতি পাবে না রামভক্তরা৷

প্রসঙ্গত, গতবছর মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কেউ অস্ত্র নিয়ে মিছিল করেছিল বলে অভিযোগ ওঠে । এবার নাকি অস্ত্র মিছিলের উপর নিষেধাঞ্জা জারি করতে চলেছে প্রশাসন । তবে তা আদৌ মানবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ