দেশ 

লোকসভা নির্বাচনের মুখে আবার ধাক্কা খেল বিজেপি ; দলের জনপ্রিয় সাংসদ রাহুলের হাত ধরে যোগ দিলেন কংগ্রেসে ; কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্বপ্ন অধরা থেকে গেল মোদীর

শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  উত্তরপ্রদেশে কংগ্রেসের হারানো জমি যে অনেকটাই ফিরে আসতে চলেছে  সেই সংকেত কংগ্রেস সাধারন সম্পাদিকা প্রিয়াংকার রোডশো প্রমাণ পাওয়া গেছে । আসলে প্রিয়াংকা গান্ধী সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তরপ্রদেশের সাধারন মানুষ তাঁকে ঘরের মেয়ে বলে স্বীকার করে নিয়েছে । ফলে আগামী দিনে উত্তরপ্রদেশে কংগ্রেসই যে মূল শক্তি হয়ে উঠতে চলেছে তা নিয়ে ওই রাজ্যের জনপ্রিয় নেতাদের মধ্যে কোনো সন্দেহ নেই । তাই সাবিত্রী বাই ফুলের মত দলিত সমাজের নেত্রীও কংগ্রেসে যোগ দিয়েছেন । যদিও বিজেপির নির্বাচিত সাংসদ । তা সত্ত্বে দেওয়াল লিখন পড়ে রাহুলের দলে যোগ দিয়েছেন ওই দলিত নেত্রী । ফলে রাজ্যের দলিত –আদিবাসী ভোট ব্যাঙ্কে যে কংগ্রেসের বেশ খানিকটা দখলে চলে গেল তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

আর এই পরম্পরা মেনেই এবার কংগ্রেসে যোগ দিলেন আর এক বিজেপি সাংসদ । সদ্য দলে যোগ দেওয়া  বিজেপির সাংসদকেই এবার উত্তরপ্রদেশের এটাওয়া কেন্দ্র থেকে প্রার্থী করছে কংগ্রেস।শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে পদার্পণ করেন সাংসদ অশোক কুমার ধোড়ে।

Advertisement

অশোক কুমার ধোড়ে ২০১৪ নির্বাচনে এই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন। এবং জয় পেয়েছিলেন। বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হন। তাঁকে এবার বিজেপি প্রার্থী করেনি । ফলে সে কংগ্রেসে যোগ দেন । রাহুল গান্ধী তাঁকে দলে স্বাগত জানান ।

আর এদিনই উত্তরপ্রদেশ ও অসমের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস। এই তালিকায় রয়েছে বিজেপিত্যাগী সাংসদের নাম। এটাওয়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে কংগ্রেস।
এই সাংসদ এলাকায় জনপ্রিয় ফলে তাঁর যোগদানে উত্তরপ্রদেশে কংগ্রেস যেমন শক্তিশালী হল, তেমনই ধাক্কা খেল বিজেপি। লোকসভা ভোটের মুখে এই দলবদল তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।


শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + 8 =