কলকাতা 

২০১৭ টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল ছিল কিনা খতিয়ে দেখতে কমিটি করল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির পর এবার সামনে এলো ২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষা! এই পরীক্ষার ২১ টা প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিছু পরীক্ষার্থী! এই মামলার পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার ২০১৭ টেট পরীক্ষায় সত্যিই প্রশ্নপত্র ভুল ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি এ বিষয়ে খতিয়ে দেখবে আগামী এক মাসের মধ্যে তাদের রিপোর্ট কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে দিতে হবে।

পরবর্তী শুনানি জুন মাসের প্রথম সপ্তাহে তখনই জানা যাবে অভিযোগকারীদের দাবির সত্যতা কতটা। প্রসঙ্গত, ২০১৭ সালের টেটে প্রশ্ন ভুলের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন রিয়া বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য ছিল, ওই বছরের টেটের প্রশ্নপত্রে ২১টি প্রশ্নে ভুল ছিল। প্রশ্নে যদি ভুল থাকে, তবে সবাইকে নম্বর দেওয়া হোক। বিচারপতি মান্থা এর আগের শুনানিতে মামলাকারীদের বক্তব্য শুনে কিছুটা অসন্তোষের সুরেই বলেছিলেন, ‘‘একটা প্রশ্নপত্রে এত ভুল থাকে কী করে? পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে ঠিক জবাব দেবে?’’

Advertisement

বুধবার সেই মামলারই শুনানিতে প্রশ্ন ভুলের অভিযোগ যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই দায়িত্ব পালন করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন।

আপাতত গোটা প্রক্রিয়াটির জন্য এক মাসেরও বেশি সময় দিয়েছে আদালত। জুনের প্রথম সপ্তাহে ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা হবে। ওই একই সপ্তাহে জানা যাবে ২০১৭ সালের টেটের প্রশ্নপত্র সত্যিই ভুল ছিল কি না।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ