সোমবার মনোনয়ন বাতিল হয়েছিল, তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না সুরাটের কংগ্রেস প্রার্থীর
বিশেষ প্রতিনিধি : গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্রটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। গতকাল সোমবার কংগ্রেস প্রার্থী হিসাবে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। কারণ ওই মনোনয়নপত্রে যে চারজন প্রস্তাবক ছিলেন তারা সকলেই দাবী করেন তাদের সই নকল করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সুরাটের নির্বাচনী আধিকারিক কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানীর মনোনয়নপত্র বাতিল করে দেন একই সঙ্গে কংগ্রেসের ড্যামী প্রার্থীর ও মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পরেই দেখা যায় ওই কেন্দ্রের যে আরো সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু সোমবার মনোনয়নপত্র বাতিল হওয়ার সময় যেমন কংগ্রেস প্রার্থী নিজে উপস্থিত ছিলেন না একইভাবে তার পর থেকে ওই প্রার্থীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি তার মোবাইল সুইচ অফ করা আছে বলে জানা গেছে।
কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি দল তার ক্ষমতাকে কাজে লাগিয়ে ওই আসনটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে। নির্বাচন কমিশনের উচিত এখুনি ওই কেন্দ্রের ভোট বন্ধ করে এবং পুনরায় ভোট নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করা। নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস এই দাবি জানালেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন নিরব রয়েছে।