জেলা 

হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুই হাজার দোকান পুড়ে ছাই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় ২০০০ দোকান দুপুরে ছাই হয়ে গেল।

বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টা। হাওড়ার (Howrah) বিশাল মঙ্গলাহাটে আচমকাই আগুন লেগে যায়। প্রায় ১২ বিঘা জমির উপর এই মঙ্গলাহাট। দাউদাউ করে জ্বলতে থাকে সমস্ত দোকান। দমকলের ১৮ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও জল সংকটের জন্য কাজ ব্যাহত হয়। স্থানীয়রা জানাচ্ছেন, প্রথমে নর্দমা থেকে জল নিয়েই আগুনে নেভানোর কাজ শুরু হয়।পরে হাওড়া হাসপাতালের জল ব্যবহার করেন দমকল কর্মীরা।

Advertisement

রাতভর দমকল কর্মীদের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে ছাই হয়েছে ২ হাজার দোকান। এখানে বেশিরভাগই জামাকাপড়ের দোকান বলে জানা গিয়েছে। একেকটি দোকানের ভাড়াই ১ থেকে ২ লক্ষ টাকা। সমস্ত এভাবে পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চোখের সামনে নিজেদের রুটিরুজির সংস্থানকে এভাবে ছাই হতে দেখে মাথায় হাত ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ মালিকের বিরুদ্ধে। অন্তর্ঘাতের অভিযোগ করছেন তাঁরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালেই সেখানে যান তৃণমূল বিধায়ক (TMC MLA) অরূপ রায়। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। মালিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও করেন। সকাল ১০টা নাগাদ সেখানে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে আশ্বাস দেন।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ