কলকাতা 

SSC Candidates Agitation: দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি-র চাকরিপ্রার্থীদের হাইকোর্টের সামনে বিক্ষোভ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দ্রুত নিয়োগের (Appointment) দাবিতে এসএসসি-র চাকরিপ্রার্থীরা হাইকোর্টের (Calcutta High Court) সামনে আজ বুধবার বিকেলে বিক্ষোভ দেখায়। এখান থেকে বেশ কয়েকজনকে আটক (Detained) করে পুলিশ (Police)। চাকরিপ্রার্থীদের পুলিশ আটক করতে গেলে তাঁদের সঙ্গে বেশ কিছুটা ধস্তাধস্তিও বেঁধে যায়। পুলিশের গাড়িতে ওঠার মুখে কয়েকজনকে বলতে শোনা যায়, ‘আমরা কী অপরাধ করেছি বলুন, যে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন।’

চাকরিপ্রার্থীদের অভিযোগ, করোনাকালের দোহাই দেখিয়ে কাউন্সেলিং প্রক্রিয়ায় অযথা দেরি করা হচ্ছে। পাশাপাশি দ্রুত কাউন্সেলিং ও নিয়োগ প্রক্রিয়া করার বিষয়েও দাবি জানান বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। সপ্তাহ দুয়েক আগেই প্রেস ক্লাবের সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। অবস্থান তুলে দিতে চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা পাঠানো হয়? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?’ জানতে চেয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ