কলকাতা 

পুজোর ছুটিতে উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল, থাকবেন দু’সপ্তাহ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুজোর ছুটি কাটাতে উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ মঙ্গলবার সপ্তমীর সকালেই তিনি বাগডোগরাগামী বিমানে রওনা দিয়েছেন। টুইট করে জানিয়েছেন, আগামী ২ সপ্তাহ তিনি থাকবেন উত্তরবঙ্গে। তাঁর সফর নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি এখনও। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ রাজ্যপাল উত্তরবঙ্গে পৌছেছেন।

বিধানসভা ভোটের পরে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন সস্ত্রীক ধনকড়। যে সব জেলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ উঠেছিল, সেসব এলাকা ঘুরে দেখেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। তার পরবর্তী সময় দিল্লি গিয়ে এই সংক্রান্ত রিপোর্ট তিনি তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

Advertisement

এনিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনাও হয়। তবে এবার পুজোর ছুটির মাঝে কেন তাঁর আচমকা উত্তরবঙ্গ সফর, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। টানা ২ সপ্তাহ ধনকড় থাকবেন উত্তরবঙ্গে। তাঁর কর্মসূচির বিস্তারিত এখনও জানা যায়নি। রাজ্যপালের সফর ঘিরে উত্তরবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা যথারীতি আরও বাড়ানো হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ