কলকাতা 

বিরল রোগ! প্রচন্ড খিদের চোটে নিজের শরীরকে কামড়ে খাচ্ছে একরত্তি শিশু চিন্তায় চিকিৎসক মহল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিরল রোগ এরকম লোক সাধারণত দেখা যায় না। খিদে প্রচন্ড খিদে! খিদের চোটে নিজের শরীরকে খেয়ে নিচ্ছে একটি শিশু ভাবা যায়! এই একরত্তি শিশু এখন কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড  হেলথে শিশু বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ এর অধীনে চিকিৎসাধীন।

চিকিৎসার পরিভাষায় ‘র‍্যাপিড অনসেট ওবেসিটি’, ‘হাইপোথ্যালামিক ডিসফাংশন’। ওজন বাড়ছে উত্তোরোত্তর। পেটে রাক্ষসের খিদে। সে খিদে এমনই যে নিজের আঙুল, জিভ কামড়ে খেয়ে নিচ্ছে একরত্তি।

Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ডের পাশে ছোট্ট একটি টিউমারই (Tumor) বদলে দিয়েছে শিশুর শরীরের হরমোন ক্রিয়া। যার জেরে অফুরান খিদে তার। সেই খিদের চোটে সে কামড়ে খেয়ে ফেলছে নিজের শরীরকেই।

আপাতদৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ ওই শিশু। কিছুদিন আগে তার মাথায় যন্ত্রণা এবং বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। হঠাৎ করেই এক মাসে ওজন বেড়ে যায় ১৬ কেজি থেকে ৩২ কেজি। গায়ের জামা ছোট হচ্ছিল।

ডা. অপূর্ব ঘোষ জানিয়েছেন, “বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জেন, অন্য বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষজ্ঞ দল। ওই শিশুর অস্ত্রোপচার করতে হবে। কীভাবে অ্যানাস্থেশিয়া করা হবে, তা নিয়েই চিন্তিত চিকিৎসকরা।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ