কলকাতা 

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে চোট পাওয়ার ঘটনার তদন্তভার নিল সিআইডি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গত ১০ মার্চ নন্দীগ্রামের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি বিভিন্ন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন । সেই সময় বিরুলিয়া বাজারের কাছে হঠাৎ মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগে । তাতে মুখ্যমন্ত্রীকে দুদিন হাসপাতালে কাটাতে হয় । এই ঘটনা রাজ্য রাজনীতিতে তো বটেই সমগ্র দেশের রাজনীতিতে প্রভাব পড়ে । প্রশ্ন উঠে যায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে । সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হয় । পরে নির্বাচন কমিশন জানিয়ে দেয় দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম দেখার দায়িত্ব রাজ্য প্রশাসনের । এগুলি দেখা কমিশনের কাজ নয় । এরপর নজীরবিহীনভাবে পূর্বমেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে বদলী করে দেওয়া হয় ।

তবে রাজ্য পুলিশ নন্দীগ্রামের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ায় মনে করা হচ্ছে জল অনেক দূর গড়াবে ।  ইতিমধ্যেই গঠন করা হয়েছে সিট। জানা যাচ্ছে, আগামিকালই ঘটনাস্থলে যাবেন সিআইডি আধিকারিকরা। খতিয়ে দেখবেন ঘটনাস্থল। কথা বলবেন স্থানীয় বাসিন্দা ও স্থানীয় থানার পুলিশের সঙ্গে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ