কলকাতা 

C.V.Ananda Bose : রাজ্যের আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  রাজ্যে আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।  রাজ্যপালের এই সিদ্ধান্তে নতুন করে রাজভবন বনাম নবান্নের সংঘাত শুরু হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে ।রাজ্যপাল উপাচার্য নিয়োগ নিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য। সেই মামলায় শীর্ষ আদালত জানায়, রাজ্যপাল আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন। এ ব্যাপারে তাঁর কোনও পারদর্শিতা নেই। তাছাড়া রাজ্যপালের কাছে কোনও সিলেকশন কমিটিও নেই। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করে দেবে শীর্ষ আদালত, এমন জানিয়েছিল ডিভিশন বেঞ্চ।

সার্চ কমিটিতে কাদের সদস্য করা হবে সে ব্যাপারে যেন রাজ্য সরকার, রাজ্যপাল এবং ইউজিসি ৩ থেকে ৫ জনের নাম পাঠায়, সেটাও বলেছিল সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এখনও চূড়ান্ত সার্চ কমিটি তৈরি হয়নি। তার মধ্যেই দেখা গেল ৫ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। জানা গেছে, মুর্শিদাবাদ কোচবিহার, আলিপুরদুয়ার সহ পাঁচ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে।

Advertisement

উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে রাজভবন-নবান্ন ঝামেলা লেগেই রয়েছে। রাজভবনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। রাজ্যের অভিযোগ, রাজ্যপাল বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিজেপির আদেশ পালন করছেন। যদিও রাজভবনের নিরপেক্ষতা প্রসঙ্গে এদিন রাজ্যপাল বলেন, “রাজভবন রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। এটি একটি অরাজনৈতিক পরিসর হাওয়া উচিৎ।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ