দেশ 

বিজেপি বিরোধী মহাজোটের নয়া নাম INDIA !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপি বিরোধী মহাজোট আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার থেকে যাত্রা শুরু করল। কর্ণাটকের বেঙ্গালুরুতে এই জোটের বৈঠকে দেশের ২৬ টি বিরোধী দল যোগ দিয়েছিল। ২৬ টি বিরোধী দলের জোটের একটি নাম দেয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স অর্থাৎ ইন্ডিয়া INDIA। মহারাষ্ট্রের মুম্বাইয়ে এই জোটের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইউ পি এ জোটের যুগ শেষ হলো নতুন করে শুরু হলো ইন্ডিয়া জোটের।

বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে নয়া জোটের নাম ঘোষণা করেছেন। প্রসঙ্গত, বৈঠক শেষের আগেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটেই নাম বদলের ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চক্‌ দে! ইন্ডিয়া’।

Advertisement

তবে নাম বদল হলেও নয়া জোটে চেয়ারপার্সন বা আহ্বায়ক পদ আপাতত ঘোষণা করেননি খড়্গে। ইউপিএ চেয়ারপার্সন পদে ছিলেন সনিয়া গান্ধী। তবে বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন খড়্গে। তিনি জানান, মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ