জেলা 

শীত, গ্রীষ্ম, বর্ষা, অভিষেক ব‍্যানার্জী ভরসা : জাহাঙ্গীর খান

শেয়ার করুন

তাজাম্মুল হোসেন : লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে‌ই প্রত‍্যেকটা রাজনৈতিক দল জনসমর্থন কুড়োনোর জন্যে ময়দানে নেমে পড়বে, স্বাভাবিক। রাজনৈতিক নেতৃবর্গের আহ্বানে জনগণের স্বতস্ফূর্ত সাড়াই যদি সমর্থনের মাপকাঠি ধরে নেওয়া হয়, তবে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে আছেন তা তাঁর সমর্থনে আয়োজিত জনসভায় উপচে পড়া মানুষের উপস্থিতিই জানান দিচ্ছে।

কাগজ-কলমে দেশের সফলতম সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় এর সমস্ত সময় মানুষের পাশে থাকা, তাঁর বৎসরব‍্যাপি রাজনৈতিক এবং জনহিতকর কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। এদিন জেলার বজবজ বিধানসভা এলাকার আলমপুর গ্রামে অনুষ্ঠিত কর্মীসভায় মানুষের উপচে পড়া সমাগম অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের গ্রহনযোগ্যতা কোন পর্যায়ে রয়েছে তা বুঝিয়ে দিলো। সাংসদের সক্রিয়তার প্রভাব তাঁর এলাকায় কতটুকু তা বুঝতে হলে দলের নিচুস্তরের কর্মীদের নির্বাচন প্রক্রিয়ায় স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখতে হবে। এদিনের রাজনৈতিক কর্মসূচি বুঝিয়ে দিলো অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় তাঁর নির্বাচন এলাকার তৃণমূলস্তরেও কতটা জনপ্রিয়।

Advertisement

সভায় উপস্থিত ছিলেন বজবজ বিধানসভা নির্বাচন এলাকার বিধায়ক বর্ষিয়ান নেতা অশোক দেব। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জনহিতের সরকার বলে উল্লেখ করেন।

শুধুমাত্র ভোটের সময় ভোট চাইতে আসেননা, সর্বক্ষণ মানুষের পাশে দাঁড়িয়ে এসেছেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। কিন্তু গত নির্বাচনে যাঁরা বিজেপিকে ভোট দিয়েছিলেন এখন পর্যন্ত নেতা হিসাবে তাঁদের কাউকে পাশে পেয়েছেন কিনা সে প্রশ্ন তুললেন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ‍্য, বজবজ বিধানসভা এলাকার পর্যবেক্ষক জাহাঙ্গীর খান।

অপরিকল্পিত লকডাউনে বিপদগ্রস্ত মানুষের পাশে কেন্দ্রের সরকার থাকেনি। থালা বাজানোর নিদান দিয়ে তারা দায় সারলেও তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকেছে। সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় কম‍্যুনিটি কিচেনের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন। রাজ‍্যসরকারের ডক্টরস অন হুইলের উদ্যোগ সারা দেশের কাছে নমুনা হয়ে রয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

আক্রমণের সুর চড়িয়ে মোদির নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার বিচ্ছিন্নতাবাদী সরকার, গরীব মারার সরকার, ভাঁওতাবাজির মিথ‍্যাবাদি সরকার। এখন জনবিরোধী বিজেপি সরকারের মিথ্যাচারের বদলা নেওয়ার সময় বলে উল্লেখ করে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের কর্মকান্ড অব‍্যাহত রাখতে আগামী ১লা জুন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি।

জিএসটি বাবদ টাকা, একশো দিনের টাকা, আবাস নির্মাণের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করে প্রতিশোধের রাজনীতি করছে বিজেপি বলে উল্লেখ করেন তিনি।

বিজেপির ভোটপ্রার্থী অভিজিৎ দাস অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে নগণ‍্য‌ই মনে হয়েছে এদিন। এদিনের রাজনৈতিক কর্মসূচীতে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান তৌফিকুল হাসান, জেলা পরিষদ সদস্য মেশবাহ খান, শঙ্কর ঘোষাল, তৃণমূল নেতা সেলিম মিঞা, সফিক আহমেদ প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ