সম্প্রীতির বার্তা ঈসালে সওয়াবে!
বাংলার জনরব ডেস্ক: ২৩ শে ফেব্রুয়ারি রবিবার হুগলির বৈদ্যবাটি খালধার পির বাবার মাজার সংলগ্ন এলাকায় বাৎসরিক ঈসালে সওয়াব অনুষ্ঠিত হলো সান্ধ্যকালীন এক মনোরম পরিবেশে।বহু প্রাচীন এক মাজার আছে যার পরিচালনা করেন সেখ বাবু।বহু মানুষ ওখানে জিয়ারত করতে আসে।সব ধর্মের মানুষ ওখানে আসে শ্রদ্ধা নিবেদন করেন।
আজকের ঈসালে সওয়াব উপলক্ষে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাসুবাটি দরবারের পিরজাদা হামিদুল ইসলাম সাহেব। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। হাফেজ নুরুল ইসলাম।বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো মহাশয়। স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয় ও অন্যান্যজন।লোক সমাগম হয় চোখে পড়ার মতন।
অরিন্দম গুইন মহাশয় নাতিদীর্ঘ বক্তব্যে বলেন -আমরা সব ধর্মের মানুষের পাশে আছি সকলের ভালবাসার টানে আপনাদের কাছে এসে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে।আমরা এমনভাবেই সবাই মিলে মিশে থাকতে চাই।পিরজাদা মৌলানা হামিদুল ইসলাম সাহেবের দোয়ার মাধ্যমে জালসার কাজ সমাপ্ত হয়।