কলকাতা 

সোমবার সকালে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সোমবার সকালে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার। দুর্ঘটনা দু’টি ঘটেছে ওয়েলিংটন মোড় এবং রবীন্দ্রসদনের এক্সাইড মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ ওয়েলিংটন মোড়ে এক বয়স্ক মহিলাকে একটি স্কুলবাস ধাক্কা দেয়। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধাকে ধাক্কা মারার পরেই স্কুলবাসের চালক এলাকা ছেড়ে পালিয়ে যান। যদিও পরে তাঁকে আটক করেছে এন্টালি থানার পুলিশ।

Advertisement

দ্বিতীয় দুর্ঘটনাটি সকাল ৯টা নাগাদ রবীন্দ্রসদনের কাছে এক্সাইড মোড়ে ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় বছর পঞ্চাশের এক মহিলা সে সময় রাস্তা পেরোচ্ছিলেন। তখনই বেপরোয়া গতিতে একটি বাস এসে তাঁকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় মহিলা ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকেও এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ