বাইপাসের এক নাইট ক্লাবে যৌন হেনস্থার শিকার তিলজলার মহিলা! তদন্তে পুলিশ
বাংলার জনরব ডেস্ক : ২৬ অক্টোবর রবিবার রাতে কলকাতার এক হোটেলের নৈশ ক্লাবে এক যুবতীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। ওই দিন স্বামীর সঙ্গে বাইপাসের ধারে একটি হোটেলের নৈশ ক্লাবে গিয়েছিলেন নির্যাতিতা যুবতী। অভিযোগ, সেখানে তাঁর শ্লীলতাহানি করেন নাসির খান ও তাঁর এক সঙ্গী জুনায়েদ খান। এর পরেই বিধাননগর দক্ষিণ থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী তিলজলার বাসিন্দা। অভিযোগে মহিলা পুলিশকে জানিয়েছেন, এই নাসিরই পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ওই যুবতী নাসিরের পূর্বপরিচিত ছিলেন কি না, কী ঘটেছিল সে দিন— সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ১১৭(২), ১২৬(২), ৩(৫), ৩৫১(২) এবং ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের নোটিস পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।

২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের এক পানশালায় সুজ়েট জর্ডন নামে এক যুবতীকে গণধর্ষণে নাম জড়িয়েছিল নাসির-সহ পাঁচ জনের। রাতে পানশালা থেকে ফেরার সময় বিশ্বাস করে তাঁদের গাড়িতে উঠেছিলেন সুজ়েট। তার পর চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করা হয়। শেষে রবীন্দ্র সদনের কাছে সুজ়েটকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যান তাঁরা। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। একে একে গ্রেফতার হন নাসির, রুমান খান এবং সুমিত বজাজ। ২০১৫ সালে পাঁচ জনই দোষী সাব্যস্ত হন। চার বছর গা-ঢাকা দিয়ে থাকার পর ২০১৬ সালে ধরা পড়েন মূল অভিযুক্ত কাদের খান এবং আলি। আট বছর জেল খাটার পর ছাড়া পান সুমিত। তার দু’বছর পর ছাড়া পেয়ে যান নাসিরও। এ বার আর এক মহিলার শ্লীলতাহানিতে ফের নাম জড়াল সেই নাসিরেরই।

