কলকাতা 

জ্ঞানেশ কুমারের শুদ্ধ ভোটার তালিকার নমুনা, বিহারের পাশাপাশি কলকাতার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বড় মুখ করে গতকাল বলেছেন বিহারে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হয়েছে। আর সেই বিশুদ্ধ ভোটার তালিকায় এবার নাম পাওয়া গেল প্রশান্ত কিশোরের। বিহারের এই রাজনীতিবিদ প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে রয়েছেন তার দলকে জেতানোর কাজে ব্যস্ত রয়েছেন ঠিক সেই সময় জানা গেল বিহারের ভোটার তালিকায় পাশাপাশি প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবাংলার ভোটার তালিকাতে রয়েছে।

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা রয়েছে ১২১, কালীঘাট রোড। যা তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়। ভোটকেন্দ্র হিসেবে উল্লিখিত রয়েছে বি. রানি শঙ্করি লেনের সেন্ট হেলেন স্কুল। এছাড়াও বিহারের রোহতাস জেলায় সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় কারগাহার বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে তাঁর নাম রয়েছে। এখানে তাঁর ভোটকেন্দ্র কোনারের মধ্য বিদ্যালয়।

Advertisement

এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি প্রশান্ত। কিন্তু তাঁর দল জন সুরজ পার্টির এক প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে, ”বিহারের কারগাহার বিধানসভা কেন্দ্রে নাম নথিভুক্ত করার পর তিনি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন বলেই জেনেছি। তবে সেই আবেদনের স্টেটাস সম্পর্কে কিছু আমাদের জানা নেই।”

প্রশান্ত কিশোরের দল বিহারের বিধানসভা নির্বাচনের ২৪৩ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রাথমিক ভাবে তিনি কারগাহার বিধানসভা কেন্দ্র থেকই ভোটে লড়বেন বলে জানা গিয়েছিল। পরে তিনি জানান, রাঘোপুর থেকে ভোটে দাঁড়াবেন তেজস্বী যাদবের বিপরীতে। পরে অবশ্য তিনি জানিয়ে দেন, ভোটেই দাঁড়াচ্ছেন না তিনি। কেন এমন সিদ্ধান্ত, তাও পরিষ্কার করে দেন প্রশান্ত। জানান, ”এখন আমি দলের জনসমর্থন জোরদার করা এবং নির্বাচনে প্রার্থীদের জয় নিশ্চিত করার দিকেই আরও বেশি মনোযোগ দেব।”

প্রসঙ্গত, এর আগে দেখা গিয়েছিল, লালুপুত্র তেজস্বী যাদব ও বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহার নাম তাঁদের বিধানসভা কেন্দ্রের পাশাপাশি পাটনাতেও রয়েছে। তেজস্বী ভোটে লড়ছেন রাঘোপুর থেকে। অন্যদিকে বিজয়ের কেন্দ্র লক্ষ্মীসরাই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ