জেলা 

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি বিধায়কের ভাইপো

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুলিশের জালে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই। ধৃতের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে রয়েছে। গত পাঁচ বছর ধরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত ওই যুবক। আজ মঙ্গলবার সকালে হাঁটতে বের হলে সহদেবকে হাতেনাতে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। যদিও নিজেকে নির্দোষ বলেই দাবি অভিযুক্তের। শুধু তাই নয়, ফাঁসানো হয়েছে বলেও এদিন দাবি করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

কাঁকসার আমলাজোড়া এলাকার বামনাবেড়ার বাসিন্দা সহদেব ঘড়ুই। সম্পর্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো। অভিযোগ, গত ২০২০ সালে ৫মে সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে বিজেপিরই কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। ঘটনায় কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানান নাবালিকার পরিবার। কিন্তু পুলিশে অভিযোগ হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত সহদেব। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কাঁকসা থানার পুলিশ। একাধিকবার পুলিশের তরফে অভিযুক্তের বাড়িতে আদালতের নির্দেশ পাঠানো হয়। কিন্তু বিধায়ক ভাইপোর হদিশ পাচ্ছিলেন না তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ফেরার থাকার পর অভিযুক্ত সহদেব ঘড়ুই কাঁকসার রাজবাঁধে একজনের বাড়িতে আসেন। এদিন সকালে প্রাতঃভ্রমন করতে বেরোলে স্থানীয় কয়েকজন অভিযুক্ত দেখেই চিনতে পারেন। সঙ্গে সঙ্গে খবর যায় কাঁকসা থানায়। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। সেখান থেকে হাতেনাতে অভিযুক্ত সহদেবকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সহদেবের দাবি, ”আমার সঙ্গে সম্পর্ক ছিল। সবাই জানত। সম্পূর্ণ নির্দোষ আমি।” এমনকী তাঁকে ফাঁসানো হয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন অভিযুক্ত। তবে কে বা কারা ফাঁসিয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বললেন ধৃত সহদেব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ