কলকাতা 

মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণি ঝড় মন্থা! বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অন্ধ্র উপকূলে কাকিনাড়ায় ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে চলেছে ঘূর্ণি ঝড় মন্থা। এই সময় উত্তাল থাকবে সমুদ্র। তাই আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। বাংলায় ‘মন্থা’র সরাসরি প্রভাব না থাকলে পরোক্ষ প্রভাব পড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। মঙ্গলবার থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বিশেষত উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে পাহাড়ি এলাকায় কমতে পারে দৃশ্যমানতা। এ বিষয়ে আগাম সতর্কবার্তা দিল হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় ‘মন্থা’র দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা দিয়ে তা প্রবেশ করতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জোড়া ফলায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে চলেছে মঙ্গলবার থেকে। তা শুক্রবার পর্যন্ত চলতে পারে। অর্থাৎ জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি-কাঁটা থাকছে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে ৩১ অক্টোবর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি – ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।

Advertisement

কলকাতায় আজ সকালে রোদ ঝলমলে আকাশ। তবে বেলা বাড়লে হাওয়া বদলের সম্ভাবনা। আকাশ ধীরে ধীরে মেঘলা হতে থাকবে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৮ শতাংশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ