জেলা 

তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে উত্তপ্ত ভাঙড়!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ফের উত্তপ্ত। এবার তৃণমূল বনাম তৃণমূলে লড়াইয়ে তপ্ত হয়ে উঠল সমগ্র এলাকা। আরাবুল ইসলামের পুত্র হাকিমুল মোল্লা বনাম তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে। মারধর, চিৎকার-চেঁচামেচি, গাড়ি ভাঙচুর নিয়ে উত্তেজনা চরমে। ঘটনাস্থলে পুলিশ।

রবিবার কাশীপুরে আরাবুলের পুত্র তথা তৃণমূলের জেলা পরিষদের সদস্য হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে শওকত-ঘনিষ্ঠদের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকে মারধরের চেষ্টা হয় বলে অভিযোগ। দুই ঘটনাতেই আঙুল শওকতের অনুগামীদের দিকে। পাল্টা ওই গোষ্ঠীর দাবি, শওকতের নামে লাগাতার কুৎসা, অপপ্রচার করছেন হাকিমুলরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত শনিবার মধ্যরাতে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ওদুদ মোল্লার বাড়ির সামনে এসে তাঁকে খুনের হুমকি দেন শওকতের অনুগামীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান প্রদীপ, হাকিমুল-সহ কয়েক জন ইসলাম-সহ বেশ কয়েক জন তৃণমূল নেতা। এর পরেই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে।

খবর পেয়ে শওকতের লোকজন হাজির হন সেখানে। তাঁরা হাকিমুলের গাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে যায় কাশীপুর থানার ওসি-সহ বাহিনী।

কিন্তু পুলিশি হস্তক্ষেপে হাকিমুল ওদুদের বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর গাড়িতে হামলা চলে বলে অভিযোগ। মারধরের চেষ্টা হয় প্রদীপকে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় বড়সড় গন্ডগোল এড়ানো গেলেও সকাল থেকে আবার উত্তপ্ত হয়েছে এলাকা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ