দেশ 

Narendra Modi : অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : পাঁচ রজ্যের বিধানসভার মধ্যে চার রাজ্য বিধানসভার ফল ঘোষিত হয়েছে । দেখা যাচ্ছে চারটির মধ্যে তিনটিতেই বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর বিজেপি । নরেন্দ্র মোদীর বিজেপি বলা হচ্ছে এই কারণে সব কটি রাজ্যে মোদীই ছিলেন মুখ্য প্রচারক এবং একমাত্র মুখ । যে কটি রাজ্যে এবার বিজেপি জিতেছে সেই সব রাজ্যগুলিতে বিজেপির ঘোষিত কোনো মুখ ছিল না , নরেন্দ্র মোদীই একমাত্র প্রচারক এবং মুখ ছিলেন । ফলে এই জয়ের কৃতিত্ব পুরোটাই মোদীর প্রাপ্য । তাই তিন রাজ্যের জয়ের পুরো সাফল্য মোদীরই প্রাপ্য । এই অবস্থায় আর কযেক মাস পরেই দেশে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে মোদীজি যে অপ্রতিরোধ্য হয়ে বিরাজ করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

শুধু দেশের রাজনীতিতে নয় মোদী আরএসএস এবং বিজেপির মধ্যে একক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন । এই জয় তাঁকে আরও বেশি অপ্রতিরোধ্য করে তুলবে । আরএসএস কার্যত মোদীর কাছে নতমস্তকে দাঁড়িয়ে থাকবে । আর দেশের বিরোধী দলগুলি এখন মোদীর সামনে দাঁড়াতেই পারবে না । যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা জনমানসে প্রভাব সৃষ্টি করেছিলেন সেই প্রভা্বও এই নির্বাচনের পর আর থাকবে না বলেই মনে করা হচ্ছে । তবে রাহুল গান্ধী যদি দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা তাড়াতাড়ি করতেন তাহলে হয়তো ফল অনেকাটই কংগ্রেসের অনুকূলে যেত । কিন্ত প্রথম দফার ভারত জোড়ো যাত্রা ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার পর । দ্বিতীয় দফার যাত্রা দ্রুত করা উচিত ছিল কংগ্রেসের তা  কেন করা হলো না ? স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠবে ।

Advertisement

কিন্ত প্রশ্ন হচ্ছে রাহুল গান্ধী একা কতটা সামল দেবেন ? কংগ্রেস দলের প্রবীণ নেতারা জায়গা ছাড়তে রাজী নন । এমন কী তাঁরা নিজেদের গদির জন্য দলের ক্ষতি করতে পিছপা হচ্ছেন না । বিজেপি যখন একটা করে নির্বাচনে জেতে আবার পরের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয় ঠিক তখনই কংগ্রেস একে অপরের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকেন । যার পরিণতি কংগ্রেস দল এখন অস্তিত্বের সংকটে পড়েছে। তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই । আর স্বাধীন ভারতে তা একটা রের্কড । কারণ এখনও পর্যন্ত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটানা ১২ বছর কাজের নজীর রয়েছে, এছাড়া স্বাধীনতার ৭৭ বছরে আর কোনো প্রধানমন্ত্রীর ১০ বছরের বেশি একটানা ক্ষমতায় থাকার রের্কড নেই । এবার নেহেরুর সেই রের্কড ভেঙে নতুন রের্কড তৈরি করতে চলেছেন যে নরেন্দ্র মোদী তা সন্দেহের কোনো অবকাশ নেই ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ