Narendra Modi : অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী !
বুলবুল চৌধুরি : পাঁচ রজ্যের বিধানসভার মধ্যে চার রাজ্য বিধানসভার ফল ঘোষিত হয়েছে । দেখা যাচ্ছে চারটির মধ্যে তিনটিতেই বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর বিজেপি । নরেন্দ্র মোদীর বিজেপি বলা হচ্ছে এই কারণে সব কটি রাজ্যে মোদীই ছিলেন মুখ্য প্রচারক এবং একমাত্র মুখ । যে কটি রাজ্যে এবার বিজেপি জিতেছে সেই সব রাজ্যগুলিতে বিজেপির ঘোষিত কোনো মুখ ছিল না , নরেন্দ্র মোদীই একমাত্র প্রচারক এবং মুখ ছিলেন । ফলে এই জয়ের কৃতিত্ব পুরোটাই মোদীর প্রাপ্য । তাই তিন রাজ্যের জয়ের পুরো সাফল্য মোদীরই প্রাপ্য । এই অবস্থায় আর…
আরও পড়ুন