কলকাতা 

অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা মায়ের, গ্রেফতার মা ও প্রেমিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নিজের অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার মা। ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার হরিদেবপুরে অভিযোগ বাড়িতে আগুন লাগিয়ে মেয়েকে খুনের চেষ্টা করেছিলেন ওই মহিলা।

হরিদেবপুর থানায় মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ১৬ বছরের কিশোরী। সে জানায়, তার মা সোনালি চন্দ পরকীয়া সম্পর্কে জড়িত। প্রেমিকের সঙ্গে পরামর্শ করে তিনি কিশোরীকে খুনের চক্রান্ত করেন। বাড়িতে কিশোরী থাকাকালীন মহিলা আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল দমকল। আগুন নিভিয়ে তারা ফিরেও আসে। পরে থানায় মায়ের বিরুদ্ধে কিছু তথ্যপ্রমাণ-সহ হাজির হয় কিশোরী।

মায়ের সঙ্গে তাঁর ‘প্রেমিকের’ মোবাইলের কথোপকথনের প্রমাণ পুলিশকে দেখায় কিশোরী। পুলিশের দাবি, সেখানে ষড়যন্ত্র এবং খুনের চক্রান্তের প্রমাণ মিলেছে। তার পরেই সোমবার বিকেল ৪টে নাগাদ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে অবশ্য মহিলার প্রেমিক প্রসুন মান্নাকেও গ্রেফতার করেছে পুলিশ তিনি চন্দননগর বাসিন্দা, জানা গেছে তিনি রাজ্য পুলিশের কর্মচারী।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ