কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে ২০ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে বাংলাভাষা উৎসব

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ২০ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫ টার সময় আকাদেমি অফ ফাইন আর্টসের সামনে রাণুচ্ছায়া মঞ্চে শুরু হবে ২৪ তম বাংলাভাষা উৎসব। ১৯৫২-র ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এই উৎসব। এবারের যৌথ আয়োজক নবজাগরণ এবং ভাষা ও চেতনা সমিতি।

নাচ গান কবিতা নাটক একসঙ্গে খাওয়া এই উৎসবের অন্যতম বৈশিষ্ট্য।

Advertisement

দুটি নাটক পরিবেশিত হবে।

ইছাপুর সন্ধিক্ষণ নাট্যদলের প্রযোজনা ‘সাইকেল’ এবং কলকাতার প্রতিকৃতি নাট্যদলের নাটক ‘বীরসা মুণ্ডার গান’।

এছাড়াও পরিবেশিত হবে লোকনৃত্য, বাউল ফকির গান। এছাড়া হবে মশাল মিছিল।

আসাম ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গের বহু শিল্পী যোগ দেবেন। আকাদেমির সামনে রাস্তা জুড়ে দেওয়া হবে একুশের আলপনা। ১৯৯৮ থেকেই এই আলপনা দেওয়ার কাজ করে আসছে ভাষা ও চেতনা সমিতি। কোভিড বিধি মেনে হবে অনুষ্ঠান।

উদ্যোক্তাদের পক্ষে ইমানুল হক জানিয়েছেন, বীরের মৃত্যুতে শোক নয় উৎসব পালন করা দরকার। একই সঙ্গে বাংলা ও বাঙালির ওপর যে ভাষাগত ও অর্থনীতিগত আঘাত নেমে এসেছে তা নিয়ে চর্চাও খুব জরুরি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ