জেলা 

TMC agitation: পছন্দের প্রার্থীদের রাখা হয়নি , পদত্যাগের সিদ্ধান্ত অখিলের, তৃনমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ সর্বত্র

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :প্রার্থীদের রাখা হয়নি তাই ক্ষোভে-দুঃখে অভিমানে নির্বাচন কমিটির আহ্বায়ক পদ ছাড়তে চাইছেন মৎস্যমন্ত্রী অখিল গিরির। গতকালই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছিল তারপর থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত। কোচবিহার থেকে ইংলিশ বাজার, ইংলিশ বাজার থেকে আরামবাগ, আরামবাগ থেকে কান্দি সর্বত্রই বিক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কর্মীরা। এই বেসামাল অবস্থার মধ্যে মৎস্যমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

প্রার্থী তালিকায় স্থান পেয়েছে প্রায় সবাই দাদার অনুগামী অর্থাৎ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অনুগামী বলে জল্পনা উস্কে দিলেন খোদ মন্ত্রী অখিল গিরি। তৃণমূলের তরফে কাঁথি ও এগরা নির্বাচন কমিটির আহ্বায়ক অখিলের দেওয়া তালিকা টপকে, কার অঙ্গুলি হেলনে প্রার্থী বাছাই হল তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে মন্ত্রী নিজেই। আর এই কারণেই তৃণমূলের নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

নিজের বাড়ির সামনে বিক্ষোভরত তৃণমূল কর্মীদের উদ্দেশে অখিলের বার্তা, ‘‘আমি যে তালিকা তৃণমূল নেতৃত্বের কাছে পাঠিয়েছিলাম, তার কপি আছে আমার কাছে। সব বাদ দিয়ে দাদার অনুগামীদের জায়গা দেওয়া হল কোন যুক্তিতে তা জানি না।’’ অখিল বলেন, ‘‘হয়তো আমার যোগ্যতা নেই প্রার্থী তালিকা তৈরি করার। তাই আমি দলের ওপর তলায় পদত্যাগের কথা জানিয়েছি।’’

অখিলের যুক্তি, ‘‘দলের রাজ্য কমিটির তরফে কাঁথি ও এগরা পুরসভার জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিটি গড়া হয়েছিল। যাঁর আহ্বায়ক ছিলাম আমি।’’ কী ভাবে তিনি প্রার্থী তালিকা তৈরি করেছিলেন তার বর্ণনা দিয়ে অখিল জানান, ‘‘প্রতি ওয়ার্ডের নেতৃত্বকে নিয়ে দু’বার বৈঠক করে তবেই প্রার্থী তালিকা তৈরি হয়েছিল, কিন্তু সেই তালিকা অনুমোদন পেল না।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ