জেলা 

“ভোটের ২দিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন এই কার্তিক মহারাজ” : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে আগেই অভিযোগ এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজের বিরুদ্ধে অভিযোগের তীর ছিল তিনি নাকি তৃণমূল বিরোধী অবস্থান নিয়েছেন। এই অভিযোগের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা কেন করা হবে না তা জানিয়ে আইনি চিঠি পাঠিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এর উত্তর দিতে হবে তা না হলে মানহানি মামলা তিনি শুরু করবেন বলে ওই চিঠিতে হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহারাজ।

এই চিঠি প্রকাশ্যে আসার পরেই আজ সোমবার পঞ্চম দফার নির্বাচনের দিন বিষ্ণুপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কার্তিক মহারাজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন। তৃণমূল নেত্রী এদিন চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ অভিযোগটি সামনে আনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার প্রধান কোথা ছিলেন এই কার্তিক মহারাজ। একথা সামনে আসার পরেই রাজ্য জুড়ে চাঞ্চল্য পড়ে গেছে। দাঙ্গার মদত দেওয়ার জন্য কেন এখনো পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

সোমবার বিষ্ণুপুরের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, “আমি ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নয়। আমি নির্দিষ্ট করে দু’একজনের কথা বলেছি। তার মধ্যে একজন হলেন ওই কার্তিক মহারাজ। আমিও খবর রাখি।”

কী সেই ‘খবর’ এরপরই তা ‘ফাঁস’ করেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ভোটের ২দিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন এই কার্তিক মহারাজ।”

ভোটের দু’দিন আগে মুর্শিদাবাদে তৈরি হওয়া দাঙ্গা পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি কার্তিক মহারাজের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “রেজিনগরে যেখানে দাঙ্গা হয়েছিল, সেখানেই ওনার আশ্রম। ওখানে কিছু ছানার ব্যবসায়ীকে উনি খেপিয়েছিলেন। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলি, আপনি বিজেপি করুন। বুকে ব্যাচ লাগিয়ে করুন, লুকিয়ে লুকিয়ে কেন?”

এরপরই জনতার উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন, “আপনারা কী মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত?” জবাবও দিয়েছেন, “বাংলায় আমি অশান্তি পাকাতে দেব না।”

মমতা এও বলেন, “আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কেন হব? এই তো সেদিনও এক মহারাজ অসুস্থ হয়েছিলেন। আমি গিয়েছি। ওঁদের সঙ্গে আমার সম্পর্ক ভাল। বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি। সারদা মায়ের বাড়ি আমি রক্ষা করেছি। ভগিনী নিবেদিতার বাড়ি আমি বাঁচিয়েছি। কিন্তু সবাই একরকম নয়। আমি সেটাই বলেছি।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ