জেলা 

ইসকন রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের তিনি অপমান করেননি, কয়েকজনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিতর্কের মাঝে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকন রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের তিনি অপমান করেননি কয়েকজন ব্যক্তি সম্পর্কে তার অভিযোগ রয়েছে বলে তিনি আজ জানিয়েছেন। আজ সোমবার পঞ্চম দফার নির্বাচনের দিন বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই সভাটি আগে থেকে নির্ধারিত ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখানে আমার আসার কথা ছিল না কিন্তু প্রধানমন্ত্রী কথার জবাব দেওয়ার জন্য এখানে আমাকে আসতে হয়েছে।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকন রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘আমি কী বলেছি? আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই। আমি কেবল দু’এক জনের কথা বলেছি। তার মধ্যে এক জন হল ওই কার্তিক মহারাজ। আমি ওঁর কথা বলেছি। কারণ আমি খবর পেয়েছি উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না। এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান। উনি ছানার ব্যবসায়ীদের উস্কাচ্ছেন। সব খবর আসে আমার কাছে। উনি রাজনীতি করতেই পারেন, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আমি বলব বুকে পদ্ম ফুলটা লাগিয়ে রাজনীতি করুন। এ ভাবে আড়ালে থেকে নয়।’’

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বললেন, ‘‘উনি কী করেছেন, শুধু বন্দে ভারত এক্সপ্রেস। আমি ক’টা ট্রেন করেছি। কত প্রকল্প করেছি! ’’ নিজের কাজের সবিস্তার হিসাবও দিলেন মমতা। বললেন, ‘‘উনি তো একটা কথা বলেছেন। কী একটা বন্দে ভারত। পুরনো ট্রেনকে নতুন করে রং করা। জিজ্ঞেস করুন আমার করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল? তার তো টিকিও পাচ্ছি না। নকল নয় তো? আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি করেছিলাম, হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, হাওড়া-রাঁচী ইন্টারসিটি ভায়া পুরুলিয়া, হাওড়া পুরী এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, কবিগুরু এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, লালমাটি এক্সপ্রেস, দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, খড়্গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-পুরুলিয়ার মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইন কে করেছিল, আমি করেছিলাম। আদ্রা মেদিনীপুর লাইনের বৈদ্যুতিকরণ সব আমরা করেছি। ’’

বিষ্ণুপুরের মঞ্চে মমতা বললেন, ‘‘আজ আমার এখানে সভা ছিল না। আমি জবাব দেব বলে এসেছি। ’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ