কলকাতা দেশ প্রচ্ছদ 

SSC Recruitment Case : শিক্ষকদের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে কোন আইনজীবী কী বললেন দেখে নিন এক নজরে!

বাংলার জনরব ডেস্ক : বাংলার ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি আজকের মত শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। আজ বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চে এই মামলার শুনানি হয়। উল্লেখ্য এই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত সাতই জানুয়ারি তা পিছিয়ে ১৫ই জানুয়ারি করা হয়। এদিন মূলত বাতিল হওয়ার শিক্ষক-শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরা সওয়ল করেন। এরপর আগামী শুনানিতে সিবিআই ও রাজ্য সরকারের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। আগামী ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ঐদিন সিবিআই এবং মূল মামলাকারীর আইনজীবীরা সওয়াল করবেন। এদিন সুপ্রিম…

আরও পড়ুন
কলকাতা 

Primary Recruitment Case : প্রাথমিক শিক্ষক নিয়োগে অতিরিক্ত এক নম্বর দেওয়ার ক্ষেত্রেও কারচুপি করেছেন পার্থ মানিক,২৬৪ জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে দাবি সিবিআই-এর

বিশেষ প্রতিনিধি : প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক নম্বর দেওয়া কে কেন্দ্র করে ১৫৮ জন যোগ্য চাকরিপ্রার্থীকে বঞ্চিত করেছেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য বলে সরাসরি অভিযোগ এনেছে সিবিআই। সিবিআই তদন্ত করতে গিয়ে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে, তা চার্জশিট আকারে আদালতে জমা দিয়েছে। সেখানেই বলা হয়েছে এক নম্বর দেওয়া নিয়ে ষড়যন্ত্রের কথা। সিবিআই জানিয়েছে, ২০১৪ সালের টেট অনুযায়ী ২০১৭ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন অনেক পরীক্ষার্থী বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে একটি প্রশ্ন নিয়ে আপত্তি তোলেন। তাঁদের বক্তব্য ছিল, ওই প্রশ্নের জন্য যে বিকল্প উত্তরগুলি দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথম…

আরও পড়ুন
কলকাতা 

Primary Recruitment Scam Case :কালীঘাটের কাকুর অসুস্থতার জেরে চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল!

বাংলার জনরব  ডেস্ক : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল। সোমবার সকালের কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র হঠাৎই রেসিডেন্সি জেলের ভেতরে অজ্ঞান হয়ে যান। এর ফলে তিনি অসুস্থ হয়ে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে জানা যাচ্ছে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন।। অসুস্থতার কারণে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া নিয়ে সোমবার শুনানি সম্ভব হলো না। বিচারক জানিয়েছেন। আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি। সব ঠিক থাকলে এই মামলায় সে দিনই প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁর মেডিক্যাল রিপোর্টের…

আরও পড়ুন
কলকাতা 

Tapas Mandal : গ্রেফতার তাপস মন্ডল! নিয়োগ মামলার দুর্নীতি মাথাদেরকে এবার ধরবে সিবিআই ?

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাপস মন্ডলকে রবিবার বিকেল পাঁচটায় গ্রেফতার করলো সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও শাসকদলের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মন্ডল। এর আগে তাপস মন্ডলকে বেশ কয়েকবার সিবিআই ডেকে পাঠায়। এবং তার দেওয়া তথ্য থেকেই কুন্তল ঘোষের সন্ধান পায়। সিবিআই পরবর্তীতে আরো বেশ কয়েকজন যে গ্রেফতার করেছে। শেখ আলী ইমাম, শাহিদ ইমাম, কৌশিক ঘোষ সহ যারা গ্রেফতার হয়েছেন তাদের এই গ্রেফতারির নেপথ্যে ছিল তাপস মন্ডলের তথ্য বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত তাপস মন্ডল ও গ্রেফতার হলেন। গ্রেফতারির…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court:‘‘আমার মনে হচ্ছে, আপনারা ইচ্ছাকৃত ভাবে তদন্তে দেরি করাচ্ছেন’’ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নিয়ে সিবিআইকে তোপ বিচারপতি বিশ্বজিৎ বসুর

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে এক সিবিআই আধিকারিককে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেন। এরপর বিকেলে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআইকে ধমক দিলেন।সিবিআই ইচ্ছাকৃত ভাবে তদন্তে দেরি করাচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি। মঙ্গলবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি বসু জানান, সিবিআইয়ের ভূমিকাকে তিনি সন্দেহের চোখেই দেখছেন। মঙ্গলবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি বসুর এজলাসে। সেখানে তিনি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam: নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ৪০ জন পরীক্ষার্থীর ওএমআরশিট হাইকোর্টে জমা দিতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : ৪০ জন পরীক্ষার্থীর ওএমআর শিটের নমুনা কলকাতা হাইকোর্টে জমা দিতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন তিনি নির্দেশে বলেছেন,৪০ জনের ওএমআর শিটের (উত্তরপত্র) নমুনা নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশ করতে হবে এসএসসিকে। সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মঙ্গলবারের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে ৪০ জনের ওএমআর শিট প্রকাশ করতে হবে। সেখানে যাঁদের নাম প্রকাশ করা হবে, তাঁরা চাইলে মামলা লড়তে পারেন। সে জন্যও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মামলার জন্য সময় দেওয়া হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam : ২১ হাজার শিক্ষক নিয়োগে দূনীতি হয়েছে, ৯ হাজার ওএমআরশিট বিকৃত করা হয়েছে চাঞ্চল্যকর ও বিস্ময়কর তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করল সিবিআই, বিচারপতি বললেন, ‘কাউকে ছাড়া হবে না ’

বাংলার জনরব ডেস্ক : মূল নিয়োগ থেকে শুরু করে ওয়েটিং লিষ্ট সর্বত্র দূনীর্তি হয়েছে আজ সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় সওয়াল করতে গিয়ে দাবি করলেন সিবিআইয়ের আইনজীবি । আজই চার্জশিট পেশ করেছে সিবিআই । এতে বলা হয়েছে ২১ হাজার পদের নিয়োগে দূনীর্তি হয়েছে । অন্তত ৯ হাজার ওএমআরশিট বিকৃত করা হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে সিবিআইয়ের সিট। সব শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন, ‘কাউকে ছাড়া হবে না ।’ শিক্ষক নিয়োগ দূনীর্তি তদন্তের চার্জশিট আজ সোমবার সিবিআই জমা দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে । সিবিআইয়ের বিশেষ তদন্তকারী…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal Teacher Recruitment Scam:আগামীকাল শুক্রবারের মধ্যেই নবম দশমে ভুয়ো শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আগামী ২৪ ঘণ্টার মধ্যে নবম দশমে ভুয়ো শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার তিনি এই নির্দেশ দেন। বিচারপতি বলেন,শুক্রবারের মধ্যে অবৈধ উপায়ে সুপারিশপত্র নিয়েছেন এমন ১৮৩ জনের তালিকা তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে। ওই ১৮৩ জনের মধ্যে কত জন, কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন তা জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে জানার জন্য এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, ‘‘তিন দিনের মধ্যে কমিশনকে এই তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকেরা।’’ আগামী ১৪ ডিসেম্বরের…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam: অযোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্বহালের আবেদন প্রত্যাহার করার অনুমতি চাইল এসএসসি, “আমি কিছু দালাল, যারা মুখপাত্র বলে পরিচিত এবং কিছু মন্ত্রীর নাম বলতে পারি, যাঁরা প্রকাশ্যে বলেছেন কারও চাকরি যাবে না” : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার অযোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্বহালের আবেদন প্রত্যাহার করার অনুমতি চাইল স্কুল সার্ভিস কমিশন। এই সংক্রান্ত তিনটি আবেদন প্রত্যাহার করার অনুমতি চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কমিশন। কিন্তু সব দিক খতিয়ে না দেখে আবেদনপত্র প্রত্যাহার করার অনুমতি দিতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ নিয়ে কমিশনের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, কমিশনকে সামনে রেখে নেপথ্যে কেউ কেউ অযোগ্যদের চাকরি বাঁচাতে চাইছেন। রাজ্যের কিছু ‘দালাল’ মুখপাত্র এবং মন্ত্রীর প্রতিও ক্ষোভপ্রকাশ করেন তিনি। বলেন, “আমি কিছু দালাল, যারা মুখপাত্র বলে পরিচিত এবং কিছু মন্ত্রীর নাম বলতে পারি,…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal SSC Scam : ‘‘যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা পদত্যাগ না করলে এ ব্যাপারে আদালতই ব্যবস্থা নেবে’’ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : যারা অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন তারা এখনো পদত্যাগ করেননি কেন ? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজ এই মামলার শুনানিতে জানতে চাইলেন। আজ মঙ্গলবার এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি এই শিক্ষকদের নামের একটি তালিকা চেয়েছেন সিবিআইয়ের কাছে। একই সঙ্গে বলেছেন, ‘‘যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা পদত্যাগ না করলে এ ব্যাপারে আদালতই ব্যবস্থা নেবে।’’ সাদা খাতা জমা দিয়েও এসএসসি পরীক্ষায় বহু চাকরিপ্রার্থী শিক্ষকতার চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। গত ৮ নভেম্বরর মধ্যে সেই সব শিক্ষককে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার…

আরও পড়ুন