কলকাতা 

SSC Scam : ২১ হাজার শিক্ষক নিয়োগে দূনীতি হয়েছে, ৯ হাজার ওএমআরশিট বিকৃত করা হয়েছে চাঞ্চল্যকর ও বিস্ময়কর তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করল সিবিআই, বিচারপতি বললেন, ‘কাউকে ছাড়া হবে না ’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মূল নিয়োগ থেকে শুরু করে ওয়েটিং লিষ্ট সর্বত্র দূনীর্তি হয়েছে আজ সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় সওয়াল করতে গিয়ে দাবি করলেন সিবিআইয়ের আইনজীবি । আজই চার্জশিট পেশ করেছে সিবিআই । এতে বলা হয়েছে ২১ হাজার পদের নিয়োগে দূনীর্তি হয়েছে । অন্তত ৯ হাজার ওএমআরশিট বিকৃত করা হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে সিবিআইয়ের সিট। সব শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন, ‘কাউকে ছাড়া হবে না ।’

শিক্ষক নিয়োগ দূনীর্তি তদন্তের চার্জশিট আজ সোমবার সিবিআই জমা দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে । সিবিআইয়ের বিশেষ তদন্তকারী টিম তথা সিট তাদের তদন্ত রিপোর্ট আজ সোমবার হাইকোর্টে পেশ করেছে । এই রিপোর্টে বলা হয়েছে মোট ২১ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই দুর্নীতি করতে গিয়ে ৯ হাজার ওএমআর (OMR Sheet) শিট বিকৃত করা হয়েছে।
নিয়োগ দুর্নীতি নিয়ে এর আগে প্রাথমিক চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেই চার্জশিটেই বলা হয়েছিল, অপটিকাল মার্ক রেকগনিশন তথা ওএমআর (OMR- Optical Mark Recognition) শিট বিকৃত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। এই ঘটনায় শান্তিপ্রসাদ সিনহা ও সুবীরেশ ভট্টাচার্য সরাসরি ভাবে জড়িত বলে জানানো হয়েছিল চার্জশিটে।
শুধু তাই নয়, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই আরও জানিয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের দফতর এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে। এর পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে আরও গভীর তদন্তের নির্দেশ দেন।
কলকাতা হাইকোর্টের নির্দেশে এজন্য সিবিআইয়ের অধীনে সিট গঠন করতে বলা হয়। অশ্বিনী সিংভির নেতৃত্বে সেই সিট সোমবার সেই রিপোর্ট পেশ করেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তাতে সিট এও জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে খুব কম করে ২১ হাজার পদে নিয়োগে দুর্নীতি হয়েছিল।
গত সপ্তাহে হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ১৮৩ জন অযোগ্য চাকরি প্রাপকের নামের তালিকা প্রকাশ করে। তার পর আরও ৪০ জন অযোগ্যের হদিশ পাওয়া যায়। সেক্ষেত্রেও ওমআর শিট বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ