কলকাতা 

Calcutta High Court:‘‘আমার মনে হচ্ছে, আপনারা ইচ্ছাকৃত ভাবে তদন্তে দেরি করাচ্ছেন’’ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নিয়ে সিবিআইকে তোপ বিচারপতি বিশ্বজিৎ বসুর

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে এক সিবিআই আধিকারিককে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেন। এরপর বিকেলে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআইকে ধমক দিলেন।সিবিআই ইচ্ছাকৃত ভাবে তদন্তে দেরি করাচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি। মঙ্গলবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি বসু জানান, সিবিআইয়ের ভূমিকাকে তিনি সন্দেহের চোখেই দেখছেন। মঙ্গলবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি বসুর এজলাসে। সেখানে তিনি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে…

আরও পড়ুন